• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভেঙ্গে যাচ্ছে বিজয়ের ২৩ বছরের সংসার!

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ০২:৪১ এএম

ভেঙ্গে যাচ্ছে বিজয়ের ২৩ বছরের সংসার!

বিনোদন ডেস্ক

গত ১৯৯৯ সালে ভালোবেসে সংগীতাকে বিয়ে করেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটিদের মধ্যেও বেশ আলোচিত তারা। কয়েকদিন ধরে জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে, ভেঙে গেছে বিজয়-সংগীতার ২৩ বছরের সংসার। দুজনের সম্মতিতেই নাকি হয়েছে বিচ্ছেদ।

সংসার ভাঙনের খবরে হইচই পড়ে গেলেও এ বিষয়ে এখনও মুখে কুলুপ এঁটে আছেন বিজয়। কিছুদিন আগে পরিচালক অ্যাটলির স্ত্রী প্রিয়ার বেবি শাওয়ার অনুষ্ঠানে গিয়েছিলেন বিজয়। সম্প্রতি বিজয়ের নতুন সিনেমা

‘ভারিসু’-এর অডিও লঞ্চিং হয়। দুটি অনুষ্ঠানে স্ত্রীকে ছাড়াই হাজির হন বিজয়। বিজয়ের উইকিপিডিয়ার পেজেও সংগীতার সঙ্গে বিচ্ছেদের তথ্য দেখা যাচ্ছে। যদিও পরবর্তীতে তারা এটি সংশোধন করে।

এদিকে গত ১৯৯৯ সালের ২৫ আগস্ট সাতপাকে বাঁধা পড়েন বিজয়-সংগীতা। ২০০৫ সালে জন্ম নেয় তাদের সন্তান জেসন সঞ্জয়। দিব্য সাশা নামে একটি কন্যা সন্তানও রয়েছে তাদের।

আর্কাইভ