• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

যে ইচ্ছে পূরণ হয়নি ফারুকী-তিশার

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ০২:১৮ এএম

যে ইচ্ছে পূরণ হয়নি ফারুকী-তিশার

বিনোদন ডেস্ক

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতির একমাত্র সন্তান ইলহাম নুসরাত ফারুকী। গত বছরের আজকের দিনে ৫ জানুয়ারি মা-বাবা হন তারা। মেয়ের প্রথম জন্মদিন জমকালো আয়োজনে উদযাপন করার ইচ্ছে থাকলেও অবশেষে তা আর হলো না।

কারণ মোস্তফা সরয়ার ফারুকীর মা অসুস্থ থাকায় সেই চিন্তা থেকে সরে আসেন তারা। বিষয়টি জানিয়েছেন এই দম্পতি। গতকাল বুধবার দিনগত ১২টার কিছুক্ষণ পর ফেসবুকে মেয়ে ইলহামের জন্মদিন উদযাপনের কয়েকটি ছবি শেয়ার করেন তিশা। সেখানে দেখা যায়, স্বামী ফারুকী ও পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটছেন তারা।

ক্যাপশনে তিশা লিখেছেন, ‘ইচ্ছা ছিল ইলহামের প্রথম জন্মদিনে আমাদের বন্ধু-কলিগ সবাইকে নিয়ে একটু আনন্দ আয়োজন করব। কিন্তু আম্মুর অসুস্থতার জন্য সেই চিন্তা বাদ দিই। ঘরের মানুষজন নিয়ে আমরা আনন্দ করেছি। ইলহামকে উইশ করেছি যেন ও বড় হয়ে ভালো মানুষ হয়। সবাই ওর জন্য দোয়া করবেন।’

২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা। ১১ বছরের সংসার জীবনে ২০২২ সালের ৫ জানুয়ারি রাত ৮টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিশা।

আর্কাইভ