• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বউকে তাজমহলে নিয়ে যাবেন বউ খুশি থাকবে: নিলয়

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ০১:৫৮ এএম

বউকে তাজমহলে নিয়ে যাবেন বউ খুশি থাকবে: নিলয়

বিনোদন ডেস্ক

দেশের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর এখন নাটকে বেশ হিট, হিট বলতে তার নাটক মানেই ব্যাপক ভিউ, দর্শকেরা দেখছেন, নাটক নিয়ে ব্যস্ত নিলয় এরি মাঝে স্ত্রীকে নিয়ে উড়াল দিয়েছেন ভারতে দেশটির দিল্লতে ল্যান্ড করে চলে গেলেন সোজা আগ্রায়।

আর আগ্রার তাজমহলের সামনে হাঁটু গেঁড়ে স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদির হাতে চুম্বন করে জানালেন ভালোবাসা, স্ত্রীর চোখেমুখেও ভালোবাসার দীপ্তি, স্ত্রীও উঠে দাঁড়ালেন এবং হাত রাখলেন নিলয়ের বাম নিলয়ে, কালো পোশাকে আচ্ছাদিত হৃদি, নিলয় আলমগীরও কালো পাঞ্জাবি পরে মমতাজ-শাহজাহানের প্রেমের নিদর্শনের সামনে দাঁড়িয়ে নিজেরাও অনুভব করলেন ভালোবাসার অস্তিত্ব

এদিকে নিলয় ফেসবুকে নিজের স্ত্রীর অনুভূতির কথা জানিয়েছেন, লিখেছেন, ‘বউকে তাজমহলে নিয়ে যাবেন বউ খুশি থাকবে…।’ ২০২১ সালের জুলাই মাসে হৃদিকে বিয়ে করেন নিলয় আলমগীর, হৃদির সঙ্গে এখন বেশ আনন্দময় সময় কাটছে এই অভিনেতার।

২০০৯ সালে ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর শোবিজে যাত্রা শুরু হয় নিলয়ের মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি, তার সর্বশেষ সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’ ২০১৪-তে মুক্তি পায়, তিনি চলচ্চিত্র ও নাটক ছাড়াও বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করে যাচ্ছেন।

আর্কাইভ