• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

পরীর বাসায় রাজ, নায়িকা শিলার পোস্ট এবং ডিলিটের নেপথ্যে

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ১০:০০ পিএম

পরীর বাসায় রাজ, নায়িকা শিলার পোস্ট এবং ডিলিটের নেপথ্যে

বিনোদন ডেস্ক

তারকা দম্পতি পরিমণি ও শরিফুল রাজের মধ্যকার চলমান সম্পর্ক নতুন মোড় নিয়েছে। গত কয়েক দিন ধরে ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুজন আলাদা হয়ে যাওয়ার কথা বললেও এরইমধ্যে তাদের সম্পর্কে জোড়া লেগেছে। তিন দিন ধরেই একসঙ্গেই আছেন রাজ-পরী। অভিমান করে চলে যাওয়ার দুদিন পর আবার পরীর ঘরে ফিরে এসেছেন রাজ। পরীমণি নিজেই তথ্যটি জানিয়েছেন আজ।

বৃহস্পতিবার দুপুরে রাজের ঘরে ফেরার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন পরীমণি। এই নায়িকা বলেন, ‘রাজ বাসা থেকে বের হয়ে গিয়েছিল ৩১ ডিসেম্বর রাতে। ফিরে এসেছে ৩ জানুয়ারি। মাঝের দুদিন কোথায় ছিলো জানি না।’

অভিমান ভেঙ্গে তিন দিন ধরে রাজ-পরী একসঙ্গে থাকলেও সে খবর তাদের ভক্ত-শুভাকাঙক্ষীদের কাছে অজনাই ছিলো। বুধবার দিবাগত রাতে বিষয়টি প্রকাশ্যে এনেছেন ঢাকাই সিনেমার আরেক নায়িকা শিরিন শিলা। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে রাজ-পরীর সঙ্গে ভিডিও কলে কথা বলার একটি স্ক্রিনশর্ট প্রকাশ করেন শিলা। এরপর এ নিয়ে গণমাধ্যমে অনেক সংবাদও প্রকাশিত হয়।

নায়িকা শিরিন শিলার সেই পোস্ট

তবে একটি সূত্রে জানা গেছে, অভিমান ভুলে আবার স্ত্রী পরীমণি ও পুত্র রাজ্যর কাছে ফিরে এলেও তা নিয়ে শিরিন শিলার পোস্ট ভালো লাগেনি শরিফুল রাজের। আর সে কারণেই বৃহস্পতিবার ভোরে শিরিন শিলাকে ফোন করে সেই পোস্ট ডিলিট করতে বলেন। পরবর্তীতে শিলাও পোস্টটি পেজ থেকে ডিলিট করে দেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে পরীমণি বলেন, ‘বাসায় আসার পর গতকাল (বুধবার) পর্যন্ত সে খুব নাইস। কিন্তু শিরিন পোস্ট দেওয়ার পর তার কী হয়েছে আমি জানি না। ওর মুড খুব সুইং করে।’

এর আগে এ প্রসঙ্গে ঢাকা পোস্টকে পরী বলেছিলেন, ‘আন্দাজে নিউজ করা হয়েছে।’ পরীর কথা থেকেই স্পষ্ট বাসায় ফেরার বিষয়টি রাজ আপাতত পাবলিক করতে চাননি বলে তিনিও তখন এড়িয়ে যেতে চেয়েছেন!

এদিকে বাসায় ফেরার বিষয়ে গণমাধ্যমকে রাজ বলেন, ‍‍`আমাদের সন্তান রাজ্য আমার বেঁচে থাকার নিঃশ্বাস। তাকে প্রতিদিন জড়িয়ে না ধরলে ভালো লাগে না। তাকে ঘিরেই বেঁচে আছি। যেখানেই থাকি তার টানেই ফিরতে হবে আমাকে। আমরা তো এক বাসাতেই আছি।‍‍`

আর্কাইভ