• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মারধরের অভিযোগ : শাশুড়িকে জড়িয়ে যা বললেন পরীমণি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ০২:২১ এএম

মারধরের অভিযোগ : শাশুড়িকে জড়িয়ে যা বললেন পরীমণি

বিনোদন ডেস্ক

বিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন তারকা দম্পতি রাজ-পরী। তবে স্বামীর বিরুদ্ধে তোলা নায়িকার মারধরের অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই ইস্যুতে এবার শাশুড়িকে জড়ালেন পরীমণি।

রাজ-পরীর বাসার ব্যবস্থাপকের বরাতে গণমাধ্যমের সংবাদ—‘পরীমণি যে রক্তের কথা বলছেন, সেটা রাজের রক্ত। অ্যাকুরিয়াম সরাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। রাজ নিজেই অ্যাকুরিয়ামটি সরাচ্ছিলেন। সেটি পড়ে ভেঙে তার হাত কেটে গেছে।’

তবে পরী বলছেন ভিন্ন কথা। তিনি একটি গণমাধ্যমকে জানান, ‘সেদিন আমার বাসায় কোনো কাজের লোকই ছিল না। আমার যারা স্টাফ, তাদের আমার শাশুড়ি আগেই ছুটিতে পাঠিয়ে দিয়েছিল। শুধুমাত্র রাজের পরিবারের লোকজনই বাসায় ছিল।’

পরী আগেই জানিয়েছেন, আমাদের (রাজ-পরী) এই সম্পর্ক এতদিন আমার এফোর্টে টিকে ছিল। কিন্তু বারবার গায়ে হাত তোলার পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে রাজ্য বড় হতে পারে না। তাই আমি রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম।

আক্ষেপ করে তিনি বলেন, রাজ্য তার বাবা-মাকে একসঙ্গে নিয়ে বড় হতে পারল না, এর থেকে কষ্টের আর কি হতে পারে আমার কাছে!

অন্যদিকে রাজ গণমাধ্যমকে বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ঘরের বিষয় নিয়মিত ফেসবুকে চলে যাবে, এটা হতে পারে না! আমি অনেক সহ্য করেছি। এভাবে চলতে থাকলে জীবন চালানো অসম্ভব।’

প্রসঙ্গত, ভালোবেসে ঘর বেঁধেছিলেন রাজ-পরী। গত বছরের শেষ দিনে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন পরীমণি। এরপর নতুন বছরের প্রথম প্রহরেই রক্তমাখা বিছানার ছবি দিয়ে সংবাদ সম্মেলন করার কথা জানান। পরবর্তীতে আরেকটি স্ট্যাটাসে রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন।

আর্কাইভ