• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিচ্ছেদের পথে হেঁটেও আনন্দে ভাসছেন পরী

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ০৫:০১ পিএম

বিচ্ছেদের পথে হেঁটেও আনন্দে ভাসছেন পরী

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি দাম্পত্য জীবনে কঠিন সময় পার করছেন। যাকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন, সেই রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন এই নায়িকা।

তবে সংসার ভাঙার এই দুঃসময়ের মধ্যেও বেশ খোশ মেজাজেই আছেন ‘বিশ্ব সুন্দরী’ খ্যাত এই অভিনেত্রী।

বুধবার (৪ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, শুভ সকাল, আমাদের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর দর্শকদের জন্য আমার অনেক ভালোবাসা রইল। আসছে ২০ জানুয়ারি দেখা হবে সিনেমা হলে।

ওই ভিডিও তে দেখা যায়, পরীর আসন্ন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র প্রচারণায় বি এ এফ শাহীন কলেজে হাজির হয়েছেন এই অভিনেত্রী। সেখানে কলেজের ছাত্র-ছাত্রীদের সঙ্গে বেশ ভালোই সময় কাটাচ্ছেন তিনি।

ইতোমধ্যে অভিনেত্রীর ওই ভিডিওর নিচে মন্তব্যের ঝড় উঠেছে। একের পর এক মন্তব্য করেই চলেছেন তার ভক্ত-অনুরাগীরা। একজন ভক্ত লিখেছেন, এটাই তোমার প্রকৃত জায়গা। অনেকেই জানিয়েছেন শুভকামনা। আরেক ভক্ত লিখেছেন, দেখে খুব ভালো লাগল।

প্রসঙ্গত, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের দিন, রাতুলের রাত’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। এতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

আর্কাইভ