• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এবার প্রকাশ্যে এল পরীমণির নতুন ভিডিও; পরীমণি বললেন- ‘উপভোগ করুন’

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ০৪:১০ এএম

এবার প্রকাশ্যে এল পরীমণির নতুন ভিডিও; পরীমণি বললেন- ‘উপভোগ করুন’

বিনোদন ডেস্ক

রাজ-পরীর সংসার ভাঙার গুঞ্জন নিয়ে যখন সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা, সেই সময় সুখবর দেন অভিনেত্রী। সোমবার (২ জানুয়ারি) তিনি জানান, ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি মুক্তি পাবে মঙ্গলবার। গানটি অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার। এতে পরীরর সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন হালের ক্রেজ অভিনেতা সিয়াম আহমেদ।

এদিকে, গত কয়েকদিন ধরেই সংসা’র ভা’ঙার ইস্যুতে চর্চায় রয়েছেন অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। বছরের শুরুতে এই জুটি বিয়ের খবর দিলেও শেষ মুহূর্তে এসে ভা’ঙনের ইঙ্গিত দেন অভিনেত্রী। এরপর স্বামী রাজের বিরু’দ্ধে গায়ে হাত তোলারও অভিযোগ করেন পরী। তবে এসব বিষয়ে কিছুই বলেননি অভিনেতা রাজ। তিনি বরং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার বলার অধিকার রয়েছে। সে বলতেই পারে। এছাড়াও এমনটাও জানিয়েছেন, পরীকে ভালোবাসেন বলে চুপচাপ রয়েছেন তিনি।

তবে, পরীর দেয়া সুখবর অনুযায়ী মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি। চিত্রনায়িকা ফেসবুক ভেরিফাইড পেজে গানটি শেয়ার করে লিখেছেন, ‘উপভোগ করুন।’ এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মন্ডল। কথা লিখেছেন গত বছর প্রয়াত পুলিশ সুপার ও গীতিকার দেওয়ান লালন আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

রাজ-পরীর সংসার ভাঙার গুঞ্জন নিয়ে যখন সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা, সেই সময় সুখবর দেন অভিনেত্রী। সোমবার (২ জানুয়ারি) তিনি জানান, ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি মুক্তি পাবে মঙ্গলবার। গানটি অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার। এতে পরীরর সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন হালের ক্রেজ অভিনেতা সিয়াম আহমেদ।

এদিকে, গত কয়েকদিন ধরেই সংসা’র ভা’ঙার ইস্যুতে চর্চায় রয়েছেন অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। বছরের শুরুতে এই জুটি বিয়ের খবর দিলেও শেষ মুহূর্তে এসে ভা’ঙনের ইঙ্গিত দেন অভিনেত্রী। এরপর স্বামী রাজের বিরু’দ্ধে গায়ে হাত তোলারও অভিযোগ করেন পরী। তবে এসব বিষয়ে কিছুই বলেননি অভিনেতা রাজ। তিনি বরং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার বলার অধিকার রয়েছে। সে বলতেই পারে। এছাড়াও এমনটাও জানিয়েছেন, পরীকে ভালোবাসেন বলে চুপচাপ রয়েছেন তিনি।

তবে, পরীর দেয়া সুখবর অনুযায়ী মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি। চিত্রনায়িকা ফেসবুক ভেরিফাইড পেজে গানটি শেয়ার করে লিখেছেন, ‘উপভোগ করুন।’ এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মন্ডল। কথা লিখেছেন গত বছর প্রয়াত পুলিশ সুপার ও গীতিকার দেওয়ান লালন আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

আর্কাইভ