• ঢাকা শনিবার
    ০৪ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

নতুন ফ্ল্যাটে পার্টি দিলেন কারিনা

প্রকাশিত: জুন ২০, ২০২১, ০১:২২ পিএম

নতুন ফ্ল্যাটে পার্টি দিলেন কারিনা

বিনোদন ডেস্ক

দ্বিতীয় সন্তানের জন্মকে কেন্দ্র করে নতুন বাড়িতে উঠেছেন নবাব পত্নী কারিনা কাপুর। নতুন বাড়িতে উঠেছেন কিন্তু পার্টি হবে না, তা কী হয়? যেই কথা সেই কাজ। আয়োজন করা হয়েছে পার্টির। পার্টিতে উপস্থিত ছিলেন আর্জুন কাপুর ও অমৃতা আরোরা। 

কারিনা কাপুর ও মালাইকা আরোরাকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় এক ফ্রেমে দেখা যায়। দু’জনের বন্ধুত্বও বেশ জমজমাট। অবসরে চলে তাদের আড্ডা ও ঘোরাঘুরি। সম্প্রতি দুই তারকা মেতে উঠেছিলেন পার্টিতে। 

মালাইকার সঙ্গে পার্টির একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন করিনা কাপুর খান। যেখানে সাদা ট্যাঙ্ক টপে করিনা এবং কালো ট্যাঙ্ক টপে মালাইকাকে দেখা গেছে। করিনার গালে চুমু খেয়ে একটি ছবি শেয়ার করেন অমৃতা।

অমৃতা ক্যাপশনে জানিয়েছেন, সেরা বান্ধবীর সঙ্গে প্রায় দুই মাস পর দেখা করলেন তিনি। অন্যদিকে অভিনেত্রী মালাইকার সঙ্গে ছবি শেয়ার করে কারিনা ক্যাপশনে লেখেন, ‘গুচি গার্লস’। পার্টিতে যে জমিয়ে মজা করেছেন তারা, কোনো সন্দেহ নেই।

উল্লেখ্য, এ বছর মুক্তি পাবে কারিনা কাপুরের ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি। যেখানে আবারও আমির খানের বিপরীতে দেখা যাবে তাকে। এছাড়াও করণ জোহরের ‘তখত’-এ দেখা যাবে তাকে।

সবুজ/নির্জন
আর্কাইভ