প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০৭:০১ পিএম
হাজারও ভক্তদের কাদিয়ে চলে গেলেন সুমিত্রা সেন না ফেরার দেশে। দীর্ঘদিন তিনি রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে থেকেছেন। অগনিত শোতা তিনি সৃষ্টি করেছেন। রবীন্দ্র সংগীতকে জনপ্রিয় করে তুলেছেন সবার মাঝে। তার এই চলে যাওয়ায় মর্মাহত হয়েছেন দুই বাংলার মানুষ।
ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। হাসপাতালেও ভরতি করা হয়েছিল। সোমবারই ৮৯ বছরের শিল্পীকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান শিল্পী। বার্ধক্যজনিত সমস্যা তো ছিলই পাশাপাশি ঠাণ্ডা লেগেছিল তাঁর। পরিস্থিতির অবনতি হলে গত ২১ ডিসেম্বর কলকাতার বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় সুমিত্রা সেনকে। সেখানেই শিল্পীর ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। ফুসফুসে নিউমোনিয়ার প্যাচও ছিল বলে শোনা গেছে। বর্ষীয়ান শিল্পীকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছিল। শ্বাসকষ্টেরও সমস্যা ছিল।
এনএমএম/এএল