• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পরী আমার সন্তানের মা, সে কারণে চুপচাপ আছি: রাজ

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০৫:২৩ পিএম

পরী আমার সন্তানের মা, সে কারণে চুপচাপ আছি: রাজ

বিনোদন ডেস্ক

দাম্পত্য জীবন নিয়ে সবসময়ই সরব ছিলেন চিত্রনায়িকা পরীমনি। বছরের একবারে শেষ মুহুর্তে ফেসবুকে দিয়েছেন বিচ্ছেদের খবর। সর্বশেষ রবিবার বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এই নায়িকা। অভিযোগও তুলেছেন বিস্তর। তবে বিচ্ছেদ প্রসঙ্গে শুরু থেকেই নিশ্চুপ ছিলেন পরীর দাম্পত্য সঙ্গী ও চিত্রনায়ক শরিফুল রাজ। তবে  বিচ্ছেদ নিয়ে পরীর বিস্তারিত কারণ ব্যাখ্যার একদিন পর এবার মুখ খুললেন রাজ। রাজ জানান,‘আমি তাকে সম্মান করি। আমার সন্তানের মা সে। সে কারণে চুপচাপ আছি।

’তবে পরবর্তী করণীয় সম্পর্কেও আভাস দিয়েছেন এই অভিনেতা । সেই সঙ্গে পরীর অভিযোগের প্রেক্ষিতেও দিলেন জবাব। ফেসবুক স্ট্যাটাসে পরী জানিয়েছিলেন, রাজকে তার জীবন থেকে ছুটি দিয়েছেন! সোমবার এ বিষয়ে রাজ বললেন,‘আমি সরকারি চাকরি করি না। আমাকে ছুটি দেওয়ার কিছু নেই।’ শিগগির আইনজীবীর সঙ্গে বসে পরবর্তী করণীয় ঠিক করবেন জানিয়ে রাজ বলেন,‘আমরা দ্রুতই আইনজীবীর সঙ্গে বসব। বসে যত দ্রুত সম্ভব অফিশিয়ালি সিদ্ধান্ত নিবো। সন্তান কার কাছে থাকবে এ ব্যাপারে যে আইনি পরামর্শ দেবে সেটাই মেনে নেব।’

এই অভিনেতা আরো জানান,‘আমি অনেক সহ্য করেছি। খুব ক্লান্ত লাগছে এসব দেখতে। ঘরের মধ্যে কিছু হবে আর সেটা ফেসবুকে চলে যাবে এটা নিয়মিত হতে পারে না! আমার তো বাইরে কাজ করতে হয়। এভাবে চলতে থাকলে জীবন চালানো অসম্ভব।’ সবকিছু নিয়ে বিরক্ত রাজ আরও বলেন,‘আমি তাকে সম্মান করি। আমার সন্তানের মা সে। সে কারণে চুপচাপ আছি। পরীর প্রতি ভালোবাসা আছে বলেই কিছু বলতে চাই না। আমি একজন অভিনয়শিল্পী অভিনয়ের বাইরে এসব নিয়ে কেন চিন্তা করতে হবে।’ এসময়  হতাশা প্রকাশ করে রাজ বলেন,‘আমার বেডরুমে কী হয় তা সবার জানার কথা নয়। কিন্তু এখন আমার বেডরুম ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে। এটা হতে পারে না।’

আর্কাইভ