• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শাকিব ভক্তদের জন্য সুখবর

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০১:৩৬ এএম

শাকিব ভক্তদের জন্য সুখবর

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার কিং খান খ্যাত অভিনেতা শাকিব খানের দীর্ঘদিন নতুন ছবি মুক্তি পায়নি। শাকিব ভক্তরা মুখিয়ে আছেন নতুন সিনেমার জন্য। অবশেষে জানা গেল শাকিব খান অভিনীত ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ঈদে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিব-বুবলি জুটির শেষ সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সিনেমাটির নির্মাতা তপু খান বলেন, ‘সিনেমাটি আমি প্রযোজনা সংস্থার কাছে জমা দিয়েছি। সিনেমাটি মুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমি জানি না। তবে খুব শিগগিরই সিনেমাটি মুক্তির বিষয়ে জানানো হবে।’

সিনেমাটিতে শাকিব খান-বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফখরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকেই। সামাজিক সচেতনতামূলক গল্পে সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

আর্কাইভ