• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিয়াম-পরীর ‘সারেং ছাড়া জাহাজ চলে’

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ১১:০৫ পিএম

সিয়াম-পরীর ‘সারেং ছাড়া জাহাজ চলে’

বিনোদন ডেস্ক

ব্যক্তিগত জীবনে সময়টা ভালো যাচ্ছে না ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির। তবে ভেতরে ভেতরে ঠিকই ঘুরে দাঁড়াতে চাইছেন এই নায়িকা। আর ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তাকে সবচেয়ে বেশি শক্তি যোগাতে পারে কাজ। আর ঠিক সেই মুহূর্তে নিজের মুক্তি প্রতীক্ষিত সিনেমার নতুন একটি গান প্রকাশের খবর দিলেন পরী।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার এই গানটির শিরোনাম ‘সারেং ছাড়া জাহাজ চলে’। এই গানে সিয়াম আহমেদের সঙ্গে গল্পের রসায়ন মজেছেন পরী।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে এই গান। নায়িকা নিজেই পোস্টার শেয়ার করে খবরটি জানিয়েছেন।

গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মন্ডল। কথা লিখেছেন গত বছর প্রয়াত পুলিশ সুপার ও গীতিকার দেওয়ার লালন আহমেদ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

সিনেমাটির পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, “আমার সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গান ‘সারেং ছাড়া জাহাজ চলে’। এই গানে পরীমণি ও সিয়াম দুজনেই দারুণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস দর্শক-শ্রোতারাও উপভোগ করবেন।”

আর্কাইভ