• ঢাকা রবিবার
    ১২ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

'ক্রাইম প্যাট্রোল'-এর দুই অভিনেত্রী চুরির অভিযোগে গ্রেফতার

প্রকাশিত: জুন ১৯, ২০২১, ১১:০৬ পিএম

'ক্রাইম প্যাট্রোল'-এর দুই অভিনেত্রী চুরির অভিযোগে গ্রেফতার

বিনোদন ডেস্ক

ভারতের জনপ্রিয় টেলিভিশন শো 'ক্রাইম প্যাট্রোল'। বাস্তবে ঘটে যাওয়া অপরাধগুলো গল্পের মাধ্যমে এই শোতে তুলে ধরা হয়। এবার জনপ্রিয় এই শোর দুই অভিনেত্রীকে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে করোনার কারণে শুটিং বন্ধ থকায় তারা এমন ঘটনা ঘটিয়েছেন। 

গ্রেফতারকৃত দু’জনের নাম সুরভি শ্রীবাস্তব এবং মোহসিনা মুক্তার শেখ। তারা মুম্বাইয়ের অ্যারে কলোনির রয়াল পাম সোসাইটির একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। ১৮ মে তারা অ্যারে কলোনির নিজেরদের ভাড়া বাসায় যান। এরপরেই ওই বাসায় থাকা আরেক পেয়িং গেস্ট তার লকারে থাকা ৩ লাখ ২৮ হাজার টাকা হারানোর কথা জানান।  

অ্যারে থানায় অভিযোগ করেন ওই নারী। থানায় যেয়ে তিনি সুরভি ও মহাসিনাকে টাকা চুরির বিষয়ে সন্দেহ করেন বলে অভিযোগ করেন। অভিযোগ অনুযায়ী সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ দেখতে পায় সেদিন ওই দুই অভিনয়শিল্পী বাসাটি থেকে বের হয়ে যান।

পুলিশের কড়া জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে অপরাধ স্বীকার করেন তারা। তাদের কাছ থেকে চুরির ৫০ হাজার টাকা উদ্ধারও করা হয়েছে। ২৩ জুন পর্যন্ত তাদের পুলিশের হেফাজতে থাকতে হবে।

‘ক্রাইম প্যাট্রোল’, ‘সাবধান ইন্ডিয়া’ ছাড়াও বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করেছিলেন এ দুই অভিনয়শিল্পী। গত বছরের মে মাসে ‘ক্রাইম প্যাট্রোল’–এর আরেক অভিনেত্রী প্রেক্ষা মেহতা নিজ বাড়ির সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছিলেন। 

লকডাউনে কাজ হারিয়ে বিষণ্ণ হয়ে পড়েছিলেন তিনি। মুম্বাই ছেড়ে ফিরে গিয়েছিলেন মধ্যপ্রদেশের ইনদোরে নিজের বাড়িতে।

মাহি/নির্জন
আর্কাইভ