• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কাজী হায়াৎ পরিচালক সমিতির নতুন সভাপতি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২, ১০:৪০ পিএম

কাজী হায়াৎ পরিচালক সমিতির নতুন সভাপতি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২৪ মেয়াদের নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বরেণ্য নির্মাতা-অভিনেতা কাজী হায়াৎ ও মহাসচিব পদে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছেন শাহীন সুমন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দিনভর ভোটগ্রহণ শেষে মাঝরাতে বিজয়ীদের নাম ঘোষণা হয়। আগামী দুই বছর তাদের নেতৃত্বেই পরিচালিত হবে চলচ্চিত্রের এই সংগঠনটি।

জানা গেছে, কাজী হায়াৎ ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী মুশফিকুর রহমান গুলজার পেয়েছেন ১৩৮ ভোট। অন্যদিকে শাহীন সুমন পেয়েছেন ১৬০ ভোট।  তার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন রাজু পেয়েছেন ১২০ ভোট।

সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, শেষ হয় বিকেল ৫টায়। এবার মোট ভোটার ছিলেন ৩৬৮ জন। তার মধ্যে ভোট দিয়েছেন ৩০২ জন। ৯টি ভোট বাতিল হয়েছে। এবার ১৯টি পদের বিপরীতে মোট ৩৯ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন- আবদুল লতিফ বাচ্চু। তার সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন- পরিচালক বিএইচ নিশান ও শামসুল আলম।

 

এনএমএম/এএল

আর্কাইভ