• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মৃণাল সেন চরিত্রে দেখা মিলবে চঞ্চল চৌধুরীর

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ১১:৫৭ পিএম

মৃণাল সেন চরিত্রে দেখা মিলবে চঞ্চল চৌধুরীর

বিনোদন প্রতিবেদক, ঢাকা

কয়েকদিন আগে বাবা হারিয়েছেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী । বাবা হারিয়ে স্তব্ধ তিনি। তবে এরই মধ্যে জানালেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির ‘পদাতিক’-এ মৃণাল সেন হচ্ছেন তিনি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পত্রিকাটিকে চঞ্চল চৌধুরী বলেছেন, ‘কাজটা যখন করতেই হবে তখন ডুব দিয়েই দেই। বাঁচি কী মরি, সেটা পরে দেখা যাবে।’

সৃজিতের থেকে মৃণাল সেনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর প্রথমে ভয় করেছিল চঞ্চলের। শুরুতে কিন্তু কিন্তু করে সম্মতি দিলেও কিছুদিন ‘ধরি মাছ, না ছুঁই পানি’ ভাব করছিলেন ‘মনপুরা’ অভিনেতা। তবে ওপার বাংলার পরিচালকও সহজে ছেড়ে দেননি। রাজি করিয়ে ছেড়েছেন চঞ্চলকে।

চঞ্চল বলেন, ‘প্রথমে খুব ভয় পেয়েছিলাম। আবার ইচ্ছাও হচ্ছিল। সৃজিত দা প্রায় ছয় মাস আগে মৃণাল সেনের চরিত্রে অভিনয়ের কথা বলেন। মাঝে কিছুদিন ধরি মাছ, না ছুঁই পানি ভাব করে এড়িয়ে যাচ্ছিলাম।’

সিনেমাটি করবেন, কি করবেন না তা নিয়ে যে কিছুটা সংশয় ছিল—সেটা চঞ্চলের বক্তব্যেই স্পষ্ট! অভিনেতা বলেন, ‘মনে হয়েছিল তিনি যদি রেগে গিয়ে বাদ দিয়ে দেন আমায়। কিন্তু তিনি নাছোড়বান্দা। আমাকে বারবার অভয় দিয়েছেন। সাহসও দিয়েছেন। বিভিন্নভাবে আমাকে বুঝিয়েছেন যে, এই চরিত্রের জন্য আমি ঠিকঠাক। তখন ভাবলাম, কাজটা যখন করতেই হবে তাহলে ডুব দিয়েই দেই। বাঁচি কী মরি, সেটা পরে দেখা যাবে।’

জানা গেছে, সিনেমাটিতে মৃণালের ব্যক্তিগত এবং পরিচালনার জীবন তুলে ধরা হবে। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল সময়ে তার তৈরি কলকাতা ট্রিলজি সিনেমার অংশজুড়ে থাকবে। এতে চঞ্চল ছাড়াও আরও দেখা যাবে মনামী ঘোষ ও সম্রাট চক্রবর্তীকে।

এআরআই

আর্কাইভ