• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রকাশ্যে পরিচালক ও নায়িকার বিয়ের খবর

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ০১:৫৯ এএম

প্রকাশ্যে পরিচালক ও নায়িকার বিয়ের খবর

বিনোদন ডেস্ক

তবে দুজনের কেউ এ বিষয়ে কোনো কথা সামনে আনেননি এতদিন। তবে এবার আর গোপন রাখতে পারেননি বিয়ের খবর। আসলে যা রটে তা কিছুটা হলেও ঘটে। এবার প্রকাশ্যে এলো এই তারকার বিয়ের খবর।

আসলে বিয়ের খবর সামনে আসে নাটকীয়ভাবে। এক সাক্ষাৎকারে তেলুগু সিনেমার অভিনেত্রী কল্পিকা গণেশ দাবি করেন, পরিচালক বালাজি মোহন ও অভিনেত্রী ধন্য বালাকৃষ্ণা গোপনে বিয়ে করেছেন। বালাজি মোহন তার স্ত্রীকে অভিনয় বা তেলুগু সিনেমার প্রচারে অংশ নিতে দেবেন না। তার স্ত্রী ধন্য বালাকৃষ্ণাকে নিয়ন্ত্রণ করতে চান পরিচালক। এমন তথ্য সামনে এলে ভারতের মাদ্রাজ হাইকোর্টে কল্পিকার বিরুদ্ধে মানহানির মামলা করেন বালাজি মোহন। আর এ মামলার এজাহারে বিয়ের কথা স্বীকার করেন এই নির্মাতা।

এজাহারে বালাজি মোহন বলেন, “আমি ‘হাউ আই ফল ইন লাভ’, ‘মারি’, ‘মারি টু’-এর মতো সিনেমা নির্মাণ করেছি। গত ২৩ জানুয়ারি অভিনেত্রী ধন্য বালাকৃষ্ণাকে বিয়ে করেছি। সেও ‘৭এম আরিভা’, ‘রাজা রানি’র মতো সিনেমায় অভিনয় করেছেন। আর অভিনেত্রী কল্পিকা আমাদের বিয়ে এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে মানহানি ছড়াতে ইউটিউবে ভিডিও প্রকাশ করেছেন। তিনি এটিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।” খবর নিউজ১৮।

আগামী ২০ জানুয়ারি পর্যন্ত মামলার শুনানি মুলতবি করেছেন।

২০১২ সালে অরুণা নামে এক নারীকে বিয়ে করেন বালাজি মোহন। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এ নির্মাতা। বালাজির দ্বিতীয় হলেও অভিনেত্রী ধন্যর এটি প্রথম বিয়ে। তবে বিয়ের বিষয়ে এখনও কোনো বক্তব্য দেননি অভিনেত্রী।

আর্কাইভ