• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ট্রেনের যাত্রীর দ্বারা মারধরের শিকার সেই ‘ভাইরাল’ শ্যামল

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ১০:২৬ পিএম

ট্রেনের যাত্রীর দ্বারা মারধরের শিকার সেই ‘ভাইরাল’ শ্যামল

বিনোদন ডেস্ক

‘সি ইউ নট ফর মাইন্ড’, ‘হ্যাভ অ্যা রিল্যাক্স’ কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন গাইবান্ধার যুবক শ্যামল চন্দ্র বর্মণ (৩০)। শ্যামলের সহজ স্বীকারোক্তি ও কথার ধরণ মানুষের কাছেও বেশ প্রশংসিত হয়।

সেই শ্যামল এক ট্রেনের যাত্রীর দ্বারা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় শার্টের কলার ধরে তাঁকে মারধর করা হয়েছে, ছিঁড়ে গেছে পরনের শার্ট। এই অবস্থায় ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত জানিয়েছেন।

শ্যামল গাইবন্ধার বামনডাঙ্গা রেল স্টেশনে বেসরকারিভাবে পরিচালিত একটি ট্রেনের টিকেট বিক্রির দায়িত্বে রয়েছেন। মঙ্গলবার বিনা টিকিটের একযাত্রীকে টিকেট করতে বলায় তাঁকে মারধর করা হয়েছে বলে ফেসবুক লাইভে জানিয়েছেন।

শ্যামল বলেন, ‘এক যাত্রী বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতে চাইলে আমি তাঁকে টিকিট করতে বলি, সে টিকিট করবে না বলে আমাকে জানায় আমি টিকিট ছাড়া তাঁকে ট্রেনে ভ্রমণ করতে নিষেধ করলে ওই যাত্রী আমার শার্টের কলার ধরে মারধর করে। এক পর্যায়ে আমার পরনের শার্টটি ছিঁড়ে ফেলে। ’

আইনি পদক্ষেপ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে শ্যামল বলেন, ‘এরকম ঘটনা আমাদের সঙ্গে প্রায় ঘটে। কিন্তু আমরা চাকরি করি বলে চুপচাপ থাকি। আমাকে ওই যাত্রী মারধর করেছে তারপরেও আমি কোন আইনি পদক্ষেপ নেব না। ’

সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে একটি গান বানিয়ে ফের আলোচনায় আসেন শ্যামল, পরে লিওনেল মেসিকে নিয়েও একটি গান তৈরি করেন। ট্রেনের টিকিট বিক্রির চাকরির পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয়।

আর্কাইভ