• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বাবাকে হারালেন চঞ্চল চৌধুরী

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০৪:৪৬ এএম

বাবাকে হারালেন চঞ্চল চৌধুরী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

মারা গেছেন অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চঞ্চলের বাবার মৃত্যুর খবরটি অভিনেত্রী শাহানাজ খুশি নিশ্চিত করেছেন।

জানা যায়, বেশ কিছুদিন ধরে চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী হাসপাতালে ভর্তি ছিলেন। তার চিকিৎসা চলছিল আইসিইউতে। মঙ্গলবার সন্ধ্যায় স্ট্রোক করে মারা যান।

শাহানাজ খুশি বলেন, ‘চঞ্চলের নিজ এলাকা পাবনার সুজানগর উপজেলার কামারহাট নিজের নিজ এলাকায় বুধবার তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।’

এআরআই

আর্কাইভ