• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনছেন মাহিয়া মাহি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০৩:৪৯ এএম

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনছেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক

অভিনেত্রী মাহিয়া মাহি সিনেমার বাইরে রাজনীতিতেও সক্রিয়। সাম্প্রতিক সময়ে গাজীপুরের ছেলে ও স্বামী রাকিব সরকারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক গণসংযোগেও দেখা যায় তাকে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য হতে চান তিনি। নির্বাচনে দলটির প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম কিনবেন বলে জানালেন চ্যানেল 24 অনলাইনকে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ৭টায় চ্যানেল 24 অনলাইনকে নিজেই এ তথ্য নিশ্চিত করেন মাহি।

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয় থেকে আগামী ২৯ ডিসেম্বর বিকেল ৩টায় ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের জন্য মনোনয়ন ফরম কিনবেন বলে জানান এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছি আমি। যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে পদার্পণ আমার, আল্লাহ যেন সেই স্বপ্ন পূরণ করেন। মানুষের জন্য কাজ করে যেতে চাই আমি। নিজেকে নারী ও শিশুদের জন্য নিয়োজিত রাখতে চাই।

সম্প্রতি এই অভিনেত্রী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।

মাহির স্বামী রাকিব সরকারও রাজনীতিতে সক্রিয়। তিনি গাজীপুর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য।

আর্কাইভ