• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জন্মদিনে মাঝরাতে সালমানকে চমকে দিয়ে বাড়িতে হাজির শাহরুখ

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০২:৪০ এএম

জন্মদিনে মাঝরাতে সালমানকে চমকে দিয়ে বাড়িতে হাজির শাহরুখ

বিনোদন ডেস্ক

আজ (মঙ্গলবার) বলিউড ভাইজান সালমান খানের ৫৭তম জন্মদিন। এদিন ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবের জন্য বোন অর্পিতা খানের বাড়িতে বিশেষ পার্টির আয়োজন করেছিলেন সালমান। যেখানে মাঝরাতে হাজির হয়ে সালমানকে চমকে দেন বলিউড কিং খান শাহরুখ।

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতি বছর সালমানের পানভেলের ফার্মহাউজে তার জন্মদিনের আয়োজন করা হয়। কিন্তু গতকাল তা হয়নি। বরং সালমানের বোন অর্পিতার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই পার্টিতে যোগ দিতে মাঝরাতে ছুটে যান শাহরুখ খান।

ব্যক্তিগত জীবনে সালমান-শাহরুখ খুব ভালো বন্ধু। পার্টিতেও তা প্রমাণিত। এদিন দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন। দুজন দুজনার হাত শক্ত করে ধরেছিলেন তারা। প্রিয় তারকাদের এক ফ্রেমে দেখে আপ্লুত তাদের ভক্তরাও।

সালমানের জন্মদিনের এ পার্টিতে বলিউডের আরো অনেক তারকাই উপস্থিত ছিলেন। এ তালিকায় রয়েছেন— সুনীল শেঠি, সোনাক্ষী সিনহা, টাবু, জাহ্নবী কাপুর, কার্তিক আরিয়ান, পূজা হেগড়ে, রিতেশ, জেনেলিয়া প্রমুখ।

শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘পাঠান’। আগামী বছরের ২৫ জানুয়ারি এটি মুক্তির কথা রয়েছে। অন্যদিকে, সালমান খানের পরবর্তী সিনেমা ‘টাইগার থ্রি’। এ সিনেমাও আগামী বছর মুক্তি পাবে। শোনা যাচ্ছে, ‘পাঠান’ সিনেমায় দেখা যাবে সালমান খানকে; আর ‘টাইগার থ্রি’ সিনেমায় থাকবেন শাহরুখ।

আর্কাইভ