• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সন্তানের মা ছাড়াই বাবা হতে চান সালমান

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ০৯:৪৯ পিএম

সন্তানের মা ছাড়াই বাবা হতে চান সালমান

বিনোদন ডেস্ক

বলিউড ‍‍`ভাইজান‍‍` খ্যাত সালমান খানের জন্মদিন আজ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ৫৭ বসন্ত পেরিয়ে ৫৮-তে পা দিলেন এই অভিনেতা। তার জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন বলিউড সতীর্থরা।

বলিউডের ‍‍`চিরকুমার‍‍` সালমান খানকে নিয়ে অনেক প্রেমের গুঞ্জন শোনা গেছে।

প্রেমে পড়েছেনও। তারপরও থেকে গেছেন চিরকুমার। এবার আসবে কি নতুন নায়িকা? ৫৮ বছরে পা দিয়েও কি বাবা হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন ভাইজান? তা নিয়ে ফের জল্পনায় ভক্ত- অনুরাগীরা। সালমান অবশ্য বাবা হতে আগ্রহী। সে কথা আগেও জানিয়েছেন। শুধু স্পষ্ট করে দেন, কোনো মহিলাকে জীবনসঙ্গিনী হিসাবে চান না তিনি।
শিশুদের ভালোবাসেন সালমান। বোন অর্পিতা খানের দুই ছেলেমেয়ে আহিল এবং আয়াত তার চোখের মণি। তার অভিনীত ছবিতেও শিশুশিল্পীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলেন অনায়াসে। বলিউড ভাইজানের মতে শিশুরা পবিত্র। তার জীবনও শিশুদের সাহচর্যে ভরে উঠুক, চান নায়ক। কিন্তু উপায় কী? বিয়ে তো করতেই চান না। তবে কি ‍‍`সিঙ্গল ফাদার‍‍` হতে চান? তা অবশ্য জানা যায়নি।

এক সাক্ষাৎকারে হাসতে হাসতে সালমান বলেন, ‍‍`আমি সন্তান চাই। কিন্তু সন্তান থাকলে মা-ও তো থাকবে! আমি কোনো মা চাই না। ‍‍`

তিনি বলেন, ‍‍`এদিকে মায়েদের দেখাশোনা করার মানুষ প্রয়োজন হয়। তাই আমি একটা গোটা গ্রামের দায়িত্ব নিয়েছি। সবার জন্যই ভালো হলো এতে। আমারও সন্তানের অভাব নেই, মায়েরাও একা নন আর। ‍‍`

আর্কাইভ