• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

৭ বছর প্রেম, ৬ বছর সংসার, অতঃপর বিচ্ছেদ

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ০২:৪৫ এএম

৭ বছর প্রেম, ৬ বছর সংসার, অতঃপর বিচ্ছেদ

স্বাগতা ও রাশেদ জামান

বিনোদন ডেস্ক

২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন স্বাগতা ও রাশেদ জামান। সাত বছরের প্রেমের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।

কয়েক দিন আগে ওয়েব সিরিজ ‘কাইজার’–এ অভিনয় করে আলোচনায় আসেন মডেল ও অভিনেত্রী স্বাগতা। শুটিংয়ে ব্যস্ত আছেন ‘দেয়ালের দেশ’ নামের আরেকটি চলচ্চিত্রের। শিগগিরই শুরু করবেন ‘কাইজার’–এর সিকুয়েল। অভিনয়জীবনে দারুণ সময় পার করা স্বাগতা জানালেন বাস্তব জীবনের একটি দুঃসংবাদ—তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। ছয় বছরের সংসারজীবনে ইতি ঘটেছে। বিভিন্ন সূত্রে খবরটি জানা গেলেও নিশ্চিত হওয়া যাচ্ছিল না। অবশেষে স্বাগতা নিজেই বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেন।

সংসারের ইতি টেনেছেন স্বাগতা

স্বাগতা জানালেন, দুজনের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল। তাই দুই পরিবার মিলে একটা পর্যায়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন তাঁরা। সাত বছরের প্রেমের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্বামী চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়।

জিনাত সানু স্বাগতা

কথায়–কথায় স্বাগতা বললেন, ‘প্রতিটা সম্পর্কে কমবেশি জটিলতা থাকে। একটা পর্যায়ে আমাদের বোঝাপড়ায় খুব সমস্যা হচ্ছিল। তারপরও আমরা দুজন আমাদের সম্পর্কটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বারবার চেষ্টা করেছি। যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। দুজনই ভেবেছি, অস্বাস্থ্যকর সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার চেয়ে দুজনের বিচ্ছেদটা উত্তম। আমাদের পরিবারের সঙ্গেও কথা বলি। তারাও সম্মত হয়। এরপর যথাযথ নিয়ম মেনে আমরা সম্পর্কের ইতি টানি।’

জিনাত সানু স্বাগতা

বিচ্ছেদের তো বছরখানেক হয়ে গেছে। নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন নাকি আবার, এমন প্রশ্নে স্বাগতা বললেন, ‘কোনো মানুষই সম্পর্ক ছাড়া বাঁচতে পারে না। জীবন চলার পথে কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়ায়। তবে এখনো তেমন কাউকে ভালো লাগেনি, যার সঙ্গে সম্পর্কে জড়ানো যায়। যদি কখনো ভালো লাগে, সম্পর্কে জড়াতেও পারি। আর যদি কাউকে ভালো না লাগে, তবে যেভাবে আছি, সেভাবেই জীবনটাকে এগিয়ে নেব। কাজ করছি, বেশি করে কাজে মনোযোগী হব। নিজেকে সময় দিচ্ছি। কাটুক না জীবন, জীবনের মতো।’

জিনাত সানু স্বাগতা

স্বাগতা কয়েক দিন আগে একটি রিয়েলিটি শোর উপস্থাপনা শেষ করেছেন। সম্প্রতি তাঁর অভিনীত ‘অসম্ভব’ চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী কিছুদিন মিশুক মুনীরের ‘দেয়ালের দেশ’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকবেন।

 

সাজেদ/

আর্কাইভ