• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বলিউডে ডাক পেলেন তৃণা

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ০৫:৫১ পিএম

বলিউডে ডাক পেলেন তৃণা

বিনোদন ডেস্ক

জনপ্রিয় সিরিয়াল তারকা তৃণা সাহার শাহরুখের সঙ্গে ছবি আর তারপর মুম্বাই ভ্রমণ- সব মিলিয়ে চর্চায় আছেন তৃণা। তবে এ থেকেই তার অনুরাগীরা মনে করছেন, শাহরুখের স্পর্শে টলিউডের পর এবার বলিউডেও ডাক পেয়েছেন তৃণা? সম্প্রতি কলকাতা বিমানবন্দর থেকে ছবি দিয়ে তৃণা লিখেছিলেন ‘মুম্বাইয়ে দেখা হবে’। হ্যাশট্যাগ ‘ওয়ার্ককল’।

Trina Saha: টাইট ব্যাকলেস ড্রেসে তৃণা সাহা দিলেন সেক্সি পোজ! হট অবতার দেখে  প্রেমে পাগল হলেন সবাই - television actress trina saha looks drop dead  gorgeous in royal blue shimmer dress ...


বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা- তৃণা সাহা। টিভির পর্দায় স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটোর’ সম্প্রচার শেষ হলেও আজও ছোট পর্দার দর্শকদের কাছে তিনি গুনগুন নামেই বেশি পরিচিত। এরইমধ্যে জল্পনাকে সত্যি করে শুক্রবার প্রকাশ্যে এসেছে তৃণার নতুন সিরিয়াল ‘বালিঝড়ের’ প্রথম প্রোমো।

তবে শুধু সিরিয়াল নয় সিরিয়ালের পাশাপাশি ইতিমধ্যেই সিনেমাতেও অভিনয় করে ফেলেছেন তৃণা। কিন্তু সে তো বাংলা সিনেমা। সদ্য কলকাতা চলচ্চিত্র উৎসবে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে হাত মিলিয়েছিলেন তৃণা। সারা দেশবাসীর মনে রাজ করেন যিনি সেই স্বপ্নের নায়ককে কাছ থেকে দেখতে পেয়ে ভাষা হারিয়েছিলেন তৃণা। তবে শুধু চোখের দেখাই নয় এদিন স্বয়ং কিং খান চুমু খেয়েছিলেন তৃণার হাতে। যা নিয়ে কম চর্চা হয়নি সোশ্যাল মিডিয়ায়।

Trina Saha: টাইট ব্যাকলেস ড্রেসে তৃণা সাহা দিলেন সেক্সি পোজ! হট অবতার দেখে  প্রেমে পাগল হলেন সবাই - television actress trina saha looks drop dead  gorgeous in royal blue shimmer dress ...


প্রসঙ্গত মুম্বাইতে পা রেখেই ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছিলেন তৃণা। সেইসঙ্গে ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, শুধুমাত্র মুম্বাই-ই গরমকালের অনুভূতি দিতে পারে। আর মুম্বাইয়ে শুটিংয়ের  ভিডিও পোস্ট করে মজার ক্যাপশন দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘উফ ইয়ে ক্যামেরা’।

তবে সম্প্রতি বলিউডে পাড়ি দেয়ার জল্পনা উড়িয়ে তৃণা জানিয়েছেন‘ বলিউডের কাজ নয় বরং তিনি এসেছেন বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে। একথা শুনে কিছুটা হলেও হতাশ হয়েছেন গুনগুনের অনুরাগীরা।
 

সজিব/

আর্কাইভ