• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

একজন ব্যক্তিকে ভালোবাসা কঠিন কাজগুলোর একটি: প্রভা

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ০৫:১৫ পিএম

একজন ব্যক্তিকে ভালোবাসা কঠিন কাজগুলোর একটি: প্রভা

বিনোদন ডেস্ক

দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। নিজের ভাবনা, অভিজ্ঞতাগুলো নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রভা। সেখানে প্রেম-ভালোবাসা নিয়ে রহস্যজনক পোস্ট করেছেন।

প্রভা লেখেন— ‘আপনি যখন কারও প্রেমে উন্মাদ থাকেন, তখন আপনি শুধু তার চেহারার প্রেমে পড়েন না। আপনি তার সম্পর্কে প্রতিটি একক বিবরণের প্রেমে পড়েন। আপনি তার ক্ষতচিহ্ন, ট্রমা, স্বপ্ন, স্মৃতি এবং আক্ষরিক অর্থে সবকিছু ভালোবাসেন।’

তিনি লেখেন— ‘আপনি যখন প্রেমে থাকবেন, তখন কখনই তার ভুলগুলো নির্দেশ করবেন না। আপনি তার সঙ্গে থাকুন এবং ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করুন।’

সবশেষ এই সুন্দরী লেখেন, ‘প্রকৃত অর্থে একজন ব্যক্তিকে ভালোবাসা হচ্ছে— কঠিন কাজগুলোর মধ্যে একটি। এর সবই বিশ্বাসের সঙ্গে শুরু হয় এবং আপনি যদি মনে করেন যে আপনি ভালোবাসা পেয়েছেন। তবে সেই ব্যক্তিকে ধরে রাখুন। যাতে সে আপনার সঙ্গে সুরক্ষিত থাকে এবং তাকে কখনই হারাবেন না।’

আর্কাইভ