• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

করোনা উপসর্গ পরীমনির, ঝুঁকিতে পুলিশ ও গণমাধ্যমকর্মীরা

প্রকাশিত: জুন ১৮, ২০২১, ১১:২৬ পিএম

করোনা উপসর্গ পরীমনির, ঝুঁকিতে পুলিশ ও গণমাধ্যমকর্মীরা

বিনোদন ডেস্ক

দেশে বর্তমানে আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। তবে কোনো সিনেমা দিয়ে নয়, দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন ঢাকা বোট ক্লাব কাণ্ড দিয়ে।  এরই মধ্যে পরীমনির জ্বর ও শ্বাসকষ্টের খবর সবাইকে ভাবিয়ে তুলেছে।

এমন অবস্থায় এই চিত্রনায়িকার করোনা টেস্ট জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। টেস্ট পরবর্তী যদি তার ফলাফল ‘পজিটিভ’ আসে, তাহলে সম্ভব্য ঝুঁকিতে পড়তে যাচ্ছেন সংশ্লিষ্ট পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

পরীমনির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তার করা ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তথ্য দিয়ে ১৫ জুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে হাজির হয়ে ছিলেন পরীমনি। ওই দিন থেকেই জ্বর জ্বর ভাব ছিল তার । বৃহস্পতিবার (১৭ জুন) থেকে পুরোপুরি জ্বরে আক্রান্ত তিনি।

এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, কারও যদি জ্বর ও শ্বাসকষ্ট হয়ে থাকে, তার জন্য অবশ্যই করোনা টেস্ট জরুরি। তাই পরীমনির করোনা টেস্টের ফলাফল যদি ‘পজিটিভ’ আসে, তাহলে অবশ্যই তার খুব কাছাকাছি যারা উপস্থিত ছিলেন কিংবা সংস্পর্শে গিয়েছিলেন তারাও সম্ভব্য ঝুঁকিতে রয়েছেন। 

এমন পরিস্থিতিতে তাদেরকে অবশ্যই কোয়ারিন্টিনে থাকতে হবে বলে জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী।

এর আগে রোববার (১৩ জুন) রাতে পরীমনি তার ফেসবুক পেজে ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার’ অভিযোগ তুললে সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়। প্রতিকার চেয়ে তিনি বনানী থানায় গিয়ে কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে বিচার চেয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেন। এরপর রোববার রাতেই বনানীর নিজ বাসায় এক সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। 

সোমবার (১৪ জুন) সকালে সাভার মডেল থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন পরীমনি। জানা গেছে, মামলার প্রধান আসামি নাসির ইউ মাহমুদ ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি)। এছাড়া অন্যতম আসামি তুহিন সিদ্দিকী অমি। তাদের দু’জনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার দুপুরে উত্তরা থেকে তাদেরকে গ্রেফতার করে।  বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) হারুনুর রশিদ বলেন, নাসির উদ্দিন ও তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, বিয়ারসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।

এরই মধ্যে গত বুধবার (১৬ জুন) পরীমনির বিরুদ্ধে রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ ওঠে। সেদিন রাতে গণমাধ্যমকে পরীমনি জানান, তিনি অল কমিউনিটি ক্লাবে গিয়েছিলেন সত্যি, কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানটি।

টিআর/নির্জন
আর্কাইভ