• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কাদামাটিতে পড়ে আছেন জায়েদ খান!

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ০৪:৩২ এএম

কাদামাটিতে পড়ে আছেন জায়েদ খান!

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান। গেল কয়েক বছর শিল্পী সমিতির দায়িত্ব নিয়ে বেশ ব্যস্তই ছিলেন। বর্তমানে শিল্পী সমিতির নতুন কমিটি আসায় জায়েদ খান এখন নিজের অভিনয়ের দিকে বেশ মনোযোগী হয়েছেন।

সম্প্রতি এ অভিনেতা নিজের জন্মস্থান পিরোজপুরে দ্বিতীয়বারের মতো সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। সিনেমার নাম ‘সোনার চর’। এ সিনেমার শুটিংয়ের একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।  স্থিরচিত্রটিতে দেখা যাচ্ছে, নদীর পাড়ে মাটি আঁকড়ে পড়ে আছেন চিত্রনায়ক জায়েদ খান। কাদামাখা শরীর, পরনে লুঙ্গি আর সাদা টি-শার্ট, গলায় আছে মাদুলিও।

জায়েদ খান জানান, সিনেমাটির বড় একটি অংশের শুটিংয়ের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লটের শুটিং চলছে এখন। সেই শুটিংয়ের দৃশ্য এটি।

সিনেমায় চরিত্রের বিষয় জায়েদ খান বলেন, ‘একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি। নিজের বাড়িতে থেকে কাজ করছি। আগেরবার শুটিংয়ের সময় বাবা-মা বেঁচে ছিলেন। এবার কেউ নেই। বেশ মন খারাপ নিয়েই শুটিং করছি।’

জাহাঙ্গীর সিকদার প্রযোজিত এ সিনেমায় জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী,  শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

 

সাজেদ/

আর্কাইভ