• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ছেলের বয়স ৬ মাস পার হলেই আর্জেন্টিনা যাবেন পরীমণি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ০২:১৯ এএম

ছেলের বয়স ৬ মাস পার হলেই আর্জেন্টিনা যাবেন পরীমণি

বিনোদন ডেস্ক

ছোটবেলা থেকেই ফুটবলের ভক্ত পরীমণি। তার সবচেয়ে পছন্দের খেলোয়াড় লিওনেল মেসি। তাই আর্জেন্টিনার অন্ধভক্ত তিনি। বিশ্বকাপ চলাকালে ঘোষণা দিয়েছিলেন, মেসিদের বিশ্বকাপ জয় হলেই আর্জেন্টিনা ঘুরতে যাবেন তিনি। তবে কবে যাবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি অভিনেত্রী।

বুধবার (২১ ডিসেম্বর) পরীমণি দেশের একটি গনমাধ্যমকে জানান, ছেলের বয়স ছয় মাস পার হলেই আর্জেন্টিনা ভ্রমণে যাবেন।

পরী বলেন, ‘প্রিয় দলের জয়ের ব্যাপারে সবসময় আমি আশাবাদী ছিলাম। তাই ভক্তদের সঙ্গে আমার অনুভূতির কথা শেয়ার করতে এক মুহূর্ত দেরি করিনি। প্রিয় দল জিতেছে, তাই আমি তাদের দেশ ভ্রমণে যাব। এখন আমার সন্তানের বয়স মাত্র চার মাস। ওর বয়স ছয় মাস পার হলেই যাওয়ার পরিকল্পনা করেছি।’


এআরআই

আর্কাইভ