প্রকাশিত: জুন ১৮, ২০২১, ০৫:০৪ পিএম
২০১৮ সালে মুক্তি
পাওয়া 'কেজিএফ' সিনেমাটি ভারতসহ গোটা বিশ্বে বেশ
আলোড়ন সৃষ্টি করে। সিনেমাতে দক্ষিণী
সুপারস্টার ইয়াশের অভিনয়, অ্যাকশন ও সংলাপ বলার
ধরন মুগ্ধ করে দর্শকদের। যার
ফলে সবাই অপেক্ষায় ছিল
এই সিনেমার দ্বিতীয় পর্বের। অবশেষে সিনেমাটির দ্বিতীয় পর্ব মুক্তির দিনক্ষণ
ঠিক হয়েছিল। তবে তা আবারও
পিছিয়ে দেয়া হয়েছে। যা
ভক্তদের হতাশ করেছে।
বহুপ্রতীক্ষিত
‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমার মুক্তির তারিখ ধার্য করা হয় ১৬
জুলাই। আগের ঘোষণা অনুযায়ী
এদিন সিনেমাটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার কথা ছিল। তবে
দর্শকদের জন্য মন খারাপ
করা খবর হচ্ছে, ১৬
জুলাই মুক্তি পাচ্ছে না এই সিনেমা।
যার কারণ হচ্ছে ভারতসহ
সারা পৃথিবীর করোনা পরিস্থিতি।
এক
বার্তায় বলা হয়, করোনা
পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে
‘কেজিএফ : টু’ কর্তৃপক্ষ। এদিকে ভারতের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক
তারান আদর্শে সিনেমার মুক্তির বিষয়ে একটি টুইট করেন।
যেখানে তিনি মুক্তির তারিখ
পিছিয়ে দেয়া হয়েছে বলে
জানান। তবে এটি মুক্তির
পরবর্তী তারিখ কবে, সে বিষয়ে
কিছু বলেননি তিনি। এদিকে ভারতীয় গণমাধ্যমেও এই সিনেমার মুক্তির
তারিখ পিছিয়ে দেয়ার বিষয়ে নিশ্চিত করা হয়েছে। তবে
আনুষ্ঠানিকভাবে ‘কেজিএফ : টু’র মুক্তির তারিখ
পরিবর্তন নিয়ে কোনো ঘোষণা
এখনো কোনো গণমাধ্যমেও আসেনি।
‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি
ভাই মুখোমুখি হবেন খলনায়ক সঞ্জয়
দত্ত ওরফে আধীরার সঙ্গে।
৮ জানুয়ারি ইয়াশের জন্মদিন উপলক্ষে যে টিজার প্রকাশ
পেয়েছিল, তাতে অবশ্য আধীরার
লুক দেখানো হয়নি। সঞ্জয় দত্ত ছাড়াও এতে
গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি
শেঠি। সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল এবং প্রযোজনা
করেছেন বিজয় কিরগান্দুর। কেজিএফের দ্বিতীয় কিস্তি হিন্দি,
তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালাম ভাষায়
মুক্তি পাবে।
মাহি/এএমকে