• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

মিসেস ওয়ার্ল্ড হলেন ভারতের সরগম

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২, ০৫:০৬ পিএম

মিসেস ওয়ার্ল্ড  হলেন ভারতের সরগম

বিনোদন ডেস্ক

ভারতও বিশ্বকাপের রাতেই বিশ্ব সুন্দরী হলেন ভারতের সরগম। ২১ বছর পর জিতে নিলেন মিসেস ওয়ার্ল্ড মুকুট। এর আগেও ঐশ্বরিয়া ১৯৯৪) প্রিয়াঙ্কা চোপরা (২০০০) রিটা ফারিয়া (১৯৬৬), ডায়না হেডেন (১৯৯৭), মানাসী ছিল্লার (২০১৭), মিস ওয়ার্ল্ড হয়েছিলেন।

রোববার (১৮ ডিসেম্বর) লাস ভেগাসে অনুষ্ঠিত হয় এবারের মিসেস ওয়ার্ল্ড সুন্দরী  প্রতিযোগিতা। ৬৩টি দেশের বাছাই করা সুন্দরীরাএ প্রতিযোগিতা অংশ নেন।এবারের মুকুট জয়ী মিস ওয়ার্ল্ড হয়েছেন মডেল জম্মুর বাসিন্দা। পুরো নাম সরগম কৌশল। তার বয়স ৩১ বছর। তার স্বামীর নাম আদিত্য মনোহর শর্মা। তিনি ভারতীয় নেভির লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে কর্মরত আছেন।

সরগমের শৈশবে বেড়ে উঠেছে জম্বু শহরেই। সেখানে গান্ধী নগরের প্রেজেন্টেশন কনভেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়াশোনার পর জম্মু ইউনিভার্সিটি থেকে তিনি ইংরেজিতে মাস্টার্স সম্পন্ন করেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের রাতে সবাই যখন খেলা নিয়ে উন্মাদনায় ব্যস্ত ঠিক সে সময় সরগমের মনে ছিল নানা উৎকণ্ঠা। দিনটি তারও কেটেছে উত্তেজনায়, তবে তো বিশ্বকাপের নয়, প্রতিযোগিতার ফলাফল নিয়ে।

অনেক অপেক্ষার পর যখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তে বিজয়ীর নাম ঘোষণা করা হচ্ছিল, সরগমের হৃদস্পন্দনও তখন স্বাভাবিকের চেয়ে যেন একটু বেশি গতিতেই চলছিল। হঠাৎ ‘অ্যান্ড দ্য উইনার ইজ মিসেস ইন্ডিয়া’ ঘোষণা শুনে যেন চমকে ওঠেন বিজয়ী সরগম। সরগমের মাথার বিজয়ীর মুকুট পরিয়ে দেন ‘মিসেস ওয়ার্ল্ড’ ২০২১- শ্যালিন ফোর্ড (আমেরিকা)।

এবারের সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছেন মিসেস পলিনেশিয়া। আর দ্বিতীয় রানার্স হয়েছেন মিসেস কানাডা। খেতাব জেতার পর সরগমকে মঞ্চে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানিয়েছেন তারা। সরগমও তাদের অভিনন্দন জানান।

এরপরই শুরু হয় বিজয়ীদের ফটোসেশন। এসব ছবি মিসেস ইন্ডিয়ার অফিসিয়াল পেজে আপলোডের পরই ভারতের বিশ্বজয়ের খবর ছড়িয়ে পড়ে চারদিকে। মঞ্চে সরগম বেবি পিংক রঙের শিমারি গাউন পরেছিলেন।

 

কিউ/এএল

আর্কাইভ