• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

চঞ্চল চৌধুরীর অনুপস্থিতিতেই কলকাতায় মুক্তি পাচ্ছে ‘হাওয়া

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৯:৪৬ পিএম

চঞ্চল চৌধুরীর অনুপস্থিতিতেই কলকাতায় মুক্তি পাচ্ছে ‘হাওয়া

বিনোদন ডেস্ক

ভারতে মুক্তি পাচ্ছে বাংলাদেশি হিট সিনেমা ‘হাওয়া’। অন্যদিকে আসছে বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘কারাগার’। এ বছর মুক্তি পাওয়া চলচ্চিত্রের মধ্যে আলোচিত ও ব্যবসাসফল সিনেমার মধ্যে অন্যতম হলে ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবি ‘হাওয়া’ দেখার অপেক্ষায় ছিল ওপার বাংলার চঞ্চল চৌধুরী ভক্তরা। সেই আশা পূরণ করতে কলকাতায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ অনেকেই দেখেছেন ‘হাওয়া’। বিপুলসংখ্যক দর্শক সেই ছবি দেখার সুযোগ পাননি। তাই ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে চঞ্চলের ‘হাওয়া’। সব মিলিয়ে ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

আরও পড়ুন: আবারো জিত-মিমকে দেখা যাবে একই ফ্রেমে

তাই কলকাতা শহরে বইছে বাংলার হাওয়া। তবে যার সিনেমা নিয়ে এত প্রতীক্ষা সেই চঞ্চলই ছবির সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত।

চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আর এ জন্যই নিজের ছবি মুক্তির সময়েও কলকাতায় যেতে পারেননি তিনি। বাবার অসুস্থতার কথা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ও শেয়ার করেছেন এই অভিনেতা। জানিয়েছেন বাবার অসুস্থতায় ভালো নেই তিনি। এ দিকে ‘হাওয়া’র সাংবাদিক সম্মেলনে সশরীরে উপস্থিত হতে না পারলেও ভিডিও কলে যুক্ত হয়েছিলেন চঞ্চল চৌধুরী।

 

সজিব/এএল

আর্কাইভ