• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কাবা শরিফের পর বৈষ্ণোদেবী মন্দির সফর: বিতর্কের মুখে কিং খান

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ০১:২২ এএম

কাবা শরিফের পর বৈষ্ণোদেবী মন্দির সফর: বিতর্কের মুখে কিং খান

বিনোদন ডেস্ক

সামনেই মুক্তি পাচ্ছে শাহরুখের ‘পাঠান’। ধারণা করা হচ্ছে, সৃষ্টিকর্তার সুদৃষ্টির সন্ধানেই শাহরুখের মক্কা হয়ে বৈষ্ণোদেবী সফর! কাবা শরিফে ওমরাহ পালনের পর এবার শাহরুখ দেবী মায়ের আশীর্বাদ নিতে গেলেন বৈষ্ণোদেবীতে। আর এ নিয়ে বিতর্ক তুঙ্গে।

যেমনটা সাধারণত দেখা যায় রাজনৈতিক কার্যক্রমে; নির্বাচন এলেই নেতারা ছোটেন নানা মাজার বা মন্দিরে। এবার সেই প্রভাব দেখা যাচ্ছে বলিউড কিং শাহরুখ খানের চলায়। এবং বিষয়টি নিয়ে শুধু বলিউড বা ভারতে নয়, সীমানাহীন অন্তর্জালজুড়েই চলছে নানাবিধ বিতর্ক।

কিছুদিন আগেই মক্কায় উমরাহ করতে গিয়েছিলেন শাহরুখ। পরনে সাদা কাপড়, মাথায় উসকোখুসকো চুলে যেন একেবারেই চেনা দায় হয়ে পড়েছিল। শাহরুখ মক্কা শরীফ পৌঁছুতেই ভাইরাল হয়েছিল ছবি। আর এবার সেই কারণেই সাবধানতা অবলম্বন করেছিলেন তিনি। ছবি তুলতে বাধা দিয়েছেন। ১২ ডিসেম্বর রাতে গাড়ি থেকে নেমেই দ্রুতপায়ে হেঁটে চলে গেলেন বৈষ্ণোদেবী মায়ের কাছে। কালো হুডি, মাথা থেকে পা পর্যন্ত বেশিরভাগটাই ঢাকা, সিকিউরিটি ঘিরে ছিলো তাকে।

আরও পড়ুন: জ্যাকুলিনের বিরুদ্ধে মামলা করলেন নোরা ফাতেহি

জম্মু কাশ্মির রাজ্যের রেজি জেলার কাটরা এলাকায় অবস্থিত বৈষ্ণোদেবীর মন্দির। পাহাড়ে ঘেরা এই মন্দিরটির কাটরা থেকে দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এছাড়াও জম্মু থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় ৬১ কিলোমিটার। ভক্তদের বিশ্বাস এই মন্দিরে পূজো দিলে সব ইচ্ছা পূরণ হয়ে। হতে পারে, সেটাই বিশ্বাস করেন শাহরুখ খানও। তাই তো ‘পাঠান’ মুক্তির আগেই তার এই গোপন সফর।

এদিকে কিছুদিন আগেই অনেকে আওয়াজ তুলেছিলেন, যে ঘরে হিন্দু দেবদেবীর মূর্তি রেখে মক্কায় উমরাহ পালনের মতো পাপ আর দুটো হয় না। হতে পারে তাদের জবাবের খোঁজেও শাহরুখের এই দেবীযাত্রা।

কট্টরপন্থীদের সমালোচনা এবং রোষানলে পড়েছিলেন শাহরুখ। একদিকে মূর্তি পূজা অন্যদিকে ওমরাহ, মেনেই নিতে পারেননি অধিকাংশ। এবার আবার কোনদিকে যায় এই ঘটনা সেটিই দেখার পালা। যদিও দুনিয়ার অনেকেই মনে করেন, শাহরুখের ধর্ম হয় না। তিনি সকলের ভালবাসার নায়ক।

প্রসঙ্গত, রাজু হিরানির ‘ডানকি’ ছবির শুটিং করতে গিয়েছিলেন সৌদি আরবে। সেখানে গিয়ে মানুষজনের আন্তরিকতায় আপ্লুত কিং খান। ‘পাঠান’ ছবির গান প্রকাশের পরেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল। এবার পুরো ছবি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন কিং খান।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এসএ/

আর্কাইভ