• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পরিচালক সমিতির নির্বাচনে অংশগ্রহন করবে ২ টি প্যানেল

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ১২:৩০ এএম

পরিচালক সমিতির নির্বাচনে অংশগ্রহন করবে ২ টি প্যানেল

বিনোদন ডেস্ক

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। প্রথমে তিনটি প্যানেলের নির্বাচনে অংশগ্রহন করার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করবে মাত্র দুইটি প্যানেল।

বুধবার (৭ ডিসেম্বর) দুই প্যানেল থেকেই নির্বাচন কমিশনে পূর্ণ সদস্যের প্যানেল মনোনয়ন জমা দিয়েছে। এর বাইরে কোষাধ্যক্ষ ও দুই ইসি পদে মনোনয়ন জমা দিয়েছেন তিন স্বতন্ত্র প্রার্থী। ১৯ সদস্যের কমিটির বিপরীতে ৪১টি মনোনয়ন জমা পড়েছে।

কাজী হায়াৎ-শাহীন সুমন ও মুশফিকুর রহমান-জাকির হোসেন—এই দুটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। সাবেক বিদায়ী সভাপতি পরিচালক সোহানুর রহমান সোহান এবার সভাপতি নয়, বরং  গুলজার প্যানেলে কার্যকরী কমিটির সদস্য (ইসি) পদে নির্বাচন করছেন তিনি।

আরও পড়ুনঃ ঈদে মুক্তি পাবে দীপংকর দীপনের ‘অন্তর্জাল’

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি, মহাসচিবসহ ৯টি সম্পাদকীয় পদের বিপরীতে ১৯টি ও ১০টি কার্যকরী সদস্যপদের বিপরীতে ২২টি মনোনয়ন জমা পড়েছে। নোটিশ বোর্ডে প্রার্থীদের খসড়া তালিকা ঝুলিয়েছেন নির্বাচন কমিশন। কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। এবারের নির্বাচনে মোট ভোটার ৩৮৮ জন।

 

আর্কাইভ