• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিয়ে হচ্ছে না সিদ্ধার্থ-কিয়ারার

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ০৬:০১ পিএম

বিয়ে হচ্ছে না সিদ্ধার্থ-কিয়ারার

বিনোদন ডেস্ক

সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা জুটি, এমনই খবর প্রকাশ হয় ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে। অনেক দিন ধরে বলিউডের বাতাসে সিদ্ধার্থ আর কিয়ারার প্রেমের গুঞ্জন চলছে। সব জল্পনা-কল্পনাকে পেছনে ঠেলে তবে শেষ পর্যন্ত তাদের বিয়ে হচ্ছে না।
গুঞ্জন উঠেছিল ২০২৩ সালের এপ্রিলে তাদের বিয়ে। তবে সে পর্যন্ত ধৈর্য রাখতে পারছেন না এই দুই সুপারস্টার। তাই পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখ পাকা হয়ে গেছে। এমনই খবর ছড়িয়ে পড়ে বলিপাড়ায়।

রুপালি পর্দার ‘শেহশাহ’ জুটি বাস্তবে তারকা দম্পতি হওয়ার কথা ছিল এ বছরের ডিসেম্বরেই। তাই অনেক ভক্তদেরই মন ভেঙে গিয়েছিল, আবার কোনো কোনো ভক্ত খুশি হয়েছিল।

ಕಿಯಾರಾ ಅಡ್ವಾಣಿ Photos & Images # 5024 - Filmibeat Kannada

বিয়ের আয়োজনে ব্যস্ত সময় পার করছে এ তারকা জুটির দুই পরিবার। তাদের বিয়ের অনুষ্ঠানে অতিথির তালিকায় নাম এসেছে করণ জোহর, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, রকুলপ্রীত সিং, জ্যাকি ভাগনানি, বরুণ ধাওয়ানদের নাম।

আরও পড়ুন: দক্ষিণী নায়িকার প্রেমে মজেছেন বলিউডের ভাইজান

প্রেম করার সময় নেই: সিদ্ধার্থ মালহোত্রা - banglanews24.com

তবে এসবই গুজব বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। তাদের দাবি, অতিথি তালিকায় যাদের নাম রয়েছে, তাদের একজন ( নাম প্রকাশ্যে অনিচ্ছুক) হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, বিয়ে হচ্ছে না কিয়ারা সিদ্ধার্থের।

তার ভাষায়,  ‘আমার কাছে এই বিয়ে নিয়ে কোনো খবর নেই। আমি কোনো নিমন্ত্রণপত্রও পাইনি। আমি নিশ্চিত কেউই তা পায়নি। কোনো বিয়েই নেই আসলে। সবটাই মনগড়া কল্পনা।’

 

সজিব/এএল

আর্কাইভ