• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দক্ষিণী নায়িকার প্রেমে মজেছেন বলিউডের ভাইজান

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ০৫:০৪ পিএম

দক্ষিণী নায়িকার প্রেমে মজেছেন বলিউডের ভাইজান

বিনোদন ডেস্ক

বলিউডের ভাইজান খ্যাত নায়ক সালমান খান। তার ঝুলিতে রয়েছে অসংখ্য সফল সিনেমা। বিদেশি সুন্দরীদের প্রতি বেশ দুর্বল ভাইজান। ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্ডেজ, ইউলিয়া ভান্তুররা ছিলেন তার বান্ধবী তালিকায়। এবার আর বিদেশিনী নয়, ‘টাইগার’-এর জীবনে বসন্তের ছোঁয়া নিয়ে এসেছেন এক দক্ষিণী অভিনেত্রী।
 

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে এক টুইটার ব্যবহারকারীর টুইটে রীতিমতো হইচই পড়ে গেছে বলিউডে। ওই ব্যক্তি টুইট করে লেখেন, শহরে নতুন জুটি, মেগাস্টার সালমন খান মন দিয়েছেন পূজা হেগড়েকে। পর পর দুটি ছবির জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে সালমান-পূজাকে। একান্তে সময়ও কাটাচ্ছেন তারা।

নায়িকা ও সালমানের বয়সের পার্থক্য কিছু কম নয়, প্রায় ২৪ বছর! তিনি পূজা হেগড়ে। শোনা যাচ্ছে, ভাইজান নাকি পূজার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

পূজার সঙ্গে ঈদ পালন করবেন সালমান

আরও পড়ুন: আমির খানের পূজা-অর্চনা

শিগগিরই পূজা ও সালমনকে দেখা যাবে ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবিতে। চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে কানাঘুষা শোনা যাচ্ছে, আগামী বছর এপ্রিলে ইদের দিন ছবিটি মুক্তি পাবে।

২৫ বছরের ছোট পূজার প্রেমে পড়েছেন সালমান!

এ ছবি প্রসঙ্গে সালমান আগে জানিয়েছিলেন, সপরিবারে দেখার মতো বিনোদনমূলক ছবি এটি। পরিচালনায় ফরহাদ সামজি। সালমান-পূজা ছাড়াও এই ছবিতে রয়েছেন শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, জস্‌সি গিল, রাঘব জুয়ালরা।

 

সজিব/এএল

আর্কাইভ