• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শাকিব অভিনীত সিনেমার জন্য নায়িকা পাওয়া যাচ্ছে না

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ১০:২৯ পিএম

শাকিব অভিনীত সিনেমার জন্য নায়িকা পাওয়া যাচ্ছে না

শাকিব খান

বিনোদন ডেস্ক

শাকিব খানকে নিয়ে নতুন ছবির ঘোষণা দিয়েছেন পরাণ, দামালখ্যাত নির্মাতা রায়হান রাফি। শাকিবের বিপরীতে অভিনয়ের জন্য এখন নায়িকা খুঁজছেন তিনি। কিন্তু নায়িকা পাওয়া যাচ্ছে না। কেবল রাফিই নন, সংশ্লিষ্ট অনেকের সঙ্গেই কথা বলে জানা গেল, বাণিজ্যিক সিনেমায় নায়িকাসংকট তাদের ভোগাচ্ছে।


নায়িকাসংকট দেশের বাণিজ্যিক সিনেমায় নতুন কিছু নয়। তার মধ্যে বিশেষ একটা পরিস্থিতি এ সংকটকে আরও তীব্রতর করেছে। সেটা কেমন, রাফির বক্তব্যেই তা বোঝা যাবে, সম্প্রতি কয়েকজন নায়িকা মা হয়েছেন, কেউ মা হবেন। যেমন এখন মাতৃত্বকালীন বিরতিতে আছেন পরীমনি। মাহিয়া মাহি চার মাসের অন্তঃসত্ত্বা। আপাতত তিনিও তাই কাজ করবেন না। অন্যদিকে নুসরাত ফারিয়া কলকাতার ছবিতেই বেশি সময় দিচ্ছেন। এর বাইরে যারা আছেন, তারা আগের প্রজন্মের মৌসুমী, শাবনূর, পূর্ণিমাদের মতো একই মাপের নন।

শাকিবের নতুন চরিত্র নতুন লুক

সব ধরনের চরিত্রের সঙ্গে তারা মানানসইও নন। তাদের কেউ আবার নানা কারণে আলোচিত-সমালোচিত। মোটা দাগে ঢাকাই বাণিজ্যিক ছবিতেই এখন নায়িকা সংকট। এ কারণে সিনেমা তৈরিতে অনেক পরিচালকই দ্বিধায় আছেন।

 

 

সাজেদ/

আর্কাইভ