• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মনে হচ্ছিল আমার পৃথিবীটা শেষ হয়ে গেছে: আদাহ শর্মা

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২, ১০:০২ পিএম

মনে হচ্ছিল আমার পৃথিবীটা শেষ হয়ে গেছে: আদাহ শর্মা

আদাহ শর্মার জীবন যুদ্ধ।

সিটি নিউজ ডেস্ক

কত্থক থেকে বেলি—সব নাচে পারদর্শী আদাহ শর্মা বয়স মোটে ৩০। তবে এর মধ্যেই বলিউডে ১৪ বছর পার করে ফেলেছেন আদাহ শর্মা। অভিনয়টা তিনি ভালোই করেন। কত্থক থেকে বেলি—সব নাচে পারদর্শী। দক্ষিণি ছবির জগতে নিজের জমি প্রায় পাকাপোক্ত করে ফেললেও বলিউডে এখনো নিজেকে প্রমাণের চেষ্টায় আছেন আদাহ। এই বলিউড নায়িকা মনে করেন ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসেছেন বলে তাঁকে সংগ্রাম করতে হচ্ছে খুব। আজও তাঁর লড়াই চলছে। ‘কমান্ডো থ্রি’ ছবির এই নায়িকা মনে করেন, ধীরে ধীরে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিচ্ছেন তিনি। আদাহ জানান, এখন মুক্তির অপেক্ষায় আছে তাঁর চারটি ছবি।

Adah Sharma Undergoes Rigorous Sword Fighting Lessons For Her International  Project – Deets Inside

আদাহ শর্মা বলেছেন, ‘আমি যখন এ ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, কাউকে চিনতাম না। তবে জানতাম, অভিনয় ও নাচটা আমি ভালোই পারি। তাই নিশ্চিত ছিলাম, আমি সিনেমায় সুযোগ পাব। পরে বুঝতে পারি যে এখানে কোনো নিয়ম খাটে না। আপনি যদি এই ইন্ডাস্ট্রির কেউ না হন, তাহলে এখানে কাজ পাওয়া কঠিন।

একাধিকবার প্রত্যাখ্যানের শিকার হয়েছেন আদাহ। একটা ঘটনা আজও ভুলতে পারেননি এই অভিনেত্রী, ‘আমি একবার এক ছবির জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলাম। পরে একটা পত্রিকায় প্রকাশিত খবরের মাধ্যমে জানতে পারি যে সেই ছবিটিতে আমি নেই। পরিবর্তে অন্য এক নায়িকাকে নেওয়া হয়েছে। তখন রীতিমতো ভেঙে পড়েছিলাম। খুব কেঁদেছিলাম। মনে হচ্ছিল আমার পৃথিবীটা শেষ হয়ে গেছে। কিন্তু ধীরে ধীরে প্রত্যাখ্যানকে মেনে নিয়েছি।

Adah Sharma in film on sex reassignment surgery | People News | Zee News


২০০৮ সালে হিন্দি সিনেমা দিয়ে যাত্রা শুরু করা আদাহকে এখন দক্ষিণ ভারতের সিনেমাতেও দেখা যাচ্ছে। অভিনেত্রী মনে করেন, ভারতে ‘প্যান ইন্ডিয়া’ ধারার সিনেমা তৈরি শুরু হওয়ার পর তাঁর মতো অভিনেত্রীর সুযোগ বেড়েছে। পরিচালক, প্রযোজকেরা বিভিন্ন ইন্ডাস্ট্রির অভিনয় শিল্পীদের নিয়ে কাজ করতে চাইছেন।

 

সজিব/

আর্কাইভ