• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অনন্য মামুনের সিনেমায় নিরবের সঙ্গে আরিয়ানা

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২, ০১:১১ এএম

অনন্য মামুনের সিনেমায় নিরবের সঙ্গে আরিয়ানা

সিটি নিউজ ডেস্ক

বিরতি কাটিয়ে আবারও বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ হচ্ছে। সম্প্রতি দুই দেশের প্রযোজনায় নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় নির্মাতা অনন্য মামুন। সিনেমার নাম ‘স্পর্শ’।

নতুন সিনেমার নাম ঘোষণার পাশাপাশি অনন্য মামুন গণমাধ্যমকে জানিয়েছিলেন এতে নায়ক হিসেবে দেখা যাবে নিরব হোসেনকে। তবে নায়িকা হিসাবে কাকে দেখা যাবে এটি নিয়ে কয়েকদিন ধরেই নিরব ভক্তদের ভেতরে চলছিল জল্পনা।

অবশেষে জানা গেল নিরবের নাম। ‍‍`স্পর্শ‍‍` তে এ নায়কের বিপরীতে নাম লেখালেন নবাগত চিত্রনায়িকা আরিয়ানা জামান। শনিবার (২৬নভেম্বর) ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা অনন্য মামুন।

নির্মাতা জানান, ছবিটির কাহিনি গড়ে উঠেছে অসম বয়সের এক ত্রিভুজ প্রেম ও সম্পর্ককে ঘিরে।নিরব-আরিয়ানা ছাড়াও এতে ওপার বাংলার জনপ্রিয় এক অভিনেত্রীকে দেখা যাবে বলে জানান সিনেমার বাংলাদেশ অংশের পরিচালক অনন্য মামুন।

‍‍`স্পর্শে‍‍` যুক্ত হওয়া প্রসঙ্গে আরিয়ানা জামান বলেন, ‍‍`আমি নিজেকে প্রস্তুত করছিলাম ভালো গল্পের সিনেমার জন্য। এর মধ্যে অনেক সিনেমার অফার এসেছিলো। কিন্তু অপেক্ষা করছিলাম ভালো একটি কাজের জন্য। অবশেষে সুন্দর একটি গল্পের একটি চরিত্র পেয়েছি যেখানে নিজেকে প্রমাণের সুযোগ পাবো।‍‍`

নিরবের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে আরিয়ানা জানান, এটা আমার সৌভাগ্য যে আমাদের বাংলা সিনেমার পরিচিত ও জনপ্রিয় নায়ক নিরব ভাইকে পেয়েছি। আশা করি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো।

অনন্য মামুন ছাড়া সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন ভারতের অভিনন্দন দত্ত। বাংলাদেশ থেকে অ্যাকশন কাট ও ভারত থেকে রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে তৈরি হবে।

আর্কাইভ