• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রণবীর সিং পেলেন‍‍`সুপারস্টার‍‍` সম্মাননা

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ০৮:৫৯ পিএম

রণবীর সিং পেলেন‍‍`সুপারস্টার‍‍` সম্মাননা

আদালত প্রতিবেদক

শনিবার (১৯ নভেম্বর) দুবাইতে ‘ফিল্মফেয়ার অ্যাচিভার্স নাইট অ্যাওয়ার্ড শো’তে তাকে এই সম্মাননা দেওয়া হয়। দুবাইতে আয়োজিত ওই অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন,তার বাবা জগজিৎ সিং ভাবনানি এবং মা অঞ্জু ভাবনানি।

রণবীর সুপারস্টার পুরস্কার নেয়ার জন্য স্টেজে যাওয়ার আগে বাবা-মার পা ছুঁয়ে আশীর্বাদ নেন। পুরস্কার নেওয়ার সময় তার প্রতি বাবা-মায়ের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান তিনি। বিভিন্ন সূত্রে জানা যায়, বলিউডে তাকে অভিষেক করানোর জন্য বড় ভূমিকা পালন করেছিলেন তার বাবা।

তিনি বলেন, তার পোর্টফোলিও তৈরিতে ৫০ হাজার টাকার মতো ব্যয় হয়েছিল। সেই প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতি দিয়েছিল যে এটি একটি বড় ফটোগ্রাফারের হাত দিয়ে পোর্টফোলিটি তৈরি করা হবে। রনবীর তখন বাবাকে বলেন, বাবা ৫০ হাজার টাকার পোর্টফোলিও আমাদের জন্য অনেক ব্যয়বহুল। জবাবে তার বাবা বলেছিলেন, ‘তুমি এ নিয়ে কোনো চিন্তা কোরো না। এখানে তোমার বাবা বসে আছেন। কথাগুলো বলার সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। অভিনেতা সেই অতীত দিন গুলো স্মরণ করে বলেন, তার আজকের এই অবস্থানে আসার সম্পূর্ণ অবদান শুধুমাত্র তার বাবা-মায়ের।

আর্কাইভ