• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এক রাতেই ১০ বার হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ০৭:৪০ পিএম

এক রাতেই ১০ বার হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা

বিনোদন প্রতিবেদক

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা এক রাতে ১০ বার হৃদয়রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

শনিবার ( ১৯ নভেম্বর ) রাতে তিনি ১০ বার হৃদরোগে আক্রান্ত হন। বর্তমানে তিনি ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন। তাকে সিপিআর দেওয়া হয়েছে। চিকিৎসকরা সব সময় তার পাশে রয়েছেন। কিন্তু সব রকম সাপোর্ট দেওয়ার পরও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই বলে তার চিকিৎসকেরা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর ( বৃহস্পতিবার ) ঐন্দ্রিলার সিটি স্ক্যান করা হয়। সেই রিপোর্ট থেকে জানা যায়, স্ট্রোকের পর অভিনেত্রীর মাথার যে পাশে অস্ত্রোপচার করা হয়েছিল, তার বিপরীত পাশে রক্ত জমাট বেঁধেছে। এ নিয়ে চিন্তায় ফেলেছেন চিকিৎসকদের। আর নতুন করে যে রক্ত জমাট বেঁধেছে, সেটা এতই ক্ষুদ্র যে আবার অস্ত্রোপচার করা যাবে না । তাই ঔষধ দিয়ে কমানোর চেষ্টা করছে চিকিৎসকরা। এ ছাড়াও তার আগের মেডিসিনগুলো বদলে দেওয়া হয়েছে।এরপর নতুন অ্যান্টিবায়োটিক চালু করা হয়েছে। সেই সঙ্গে এ ঔষধ ঐন্দ্রিলার শরীরে সাড়া দেয় কি না, তা দেখার জন্য বাড়তি পর্যবেক্ষণে করছেন তারা।

চিকিৎসকরা জানিয়েছেন, সংক্রমণ না কমে বরং দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। সর্বশেষ জানা গেছে, ঐন্দ্রিলার অবস্থা সংকটাপন্ন।

 

কিউ/এসএই

আর্কাইভ