• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রুনা লায়লার ৭১তম জন্মদিন আজ

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২, ০৫:১৪ পিএম

রুনা লায়লার ৭১তম জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। ৭১ বছর বয়সে আজ তিনি পা রাখলেন। এবার রুনা লায়লা জন্মদিনের দুদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভাসছেন। তিনি তার ভক্ত ও সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। ১৯৫২ সালে সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা আনিতা সেন ওরফে আমেনা লায়লা ছিলেন সংগীতশিল্পী। তার মামা সুবীর সেন ভারতের বিখ্যাত সংগীতশিল্পী। দীর্ঘ সংগীত জীবনে ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। যার ফলে তিনি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কুড়িয়েছেন কোটি মানুষের ভালোবাসা। ‘দমাদম মাস্ত কালান্দার’ গান ছিল তার জীবনের এগিয়ে যাওয়ার প্রধান উৎস। এখনো এই উপমহাদেশে তার এই গান বিখ্যাত হয়ে আছে। ১৯৭৪ সালে প্রয়াত সত্য সাহার সুরে ‘জীবন সাথী’ ছবিতে গান দিয়ে বাংলাদেশের ছবিতে প্রথম প্লেব্যাক করেন। এর পর পাকিস্তান ও বাংলাদেশের অসংখ্য ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি। নন্দিত এই শিল্পী অভিনয় করেছেন ‘শিল্পী’ নামক চলচ্চিত্রেও। দীর্ঘ সংগীত জীবনে অনেক পুরষ্কার এবং সম্মাননা পেয়েছেন তিনি। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, স্বাধীনতা দিবস পুরস্কার পেয়েছেন। এ ছাড়া ভারত থেকে পেয়েছেন সায়গল পুরস্কার। পাকিস্তান থেকে অর্জন করেছেন নিগার, ক্রিটিক্স, গ্র্যাজুয়েটস পুরস্কারসহ জাতীয় সংগীত পরিষদ স্বর্ণপদক। নব্বইয়ের দশকে গিনেস বুকে স্থান পান রুনা লায়লা। তিনি গণমাধ্যমকে জানান, জন্মদিন অবশ্যই বিশেষ। এ দিনটিতে আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের কাছ থেকে প্রতিনিয়ত শুভেচ্ছা ও ভালোবাসা পেয়ে থাকি। মানুষের ভালোবাসাই আমার চলার পথের শক্তি। এই ভালোবাসাটা আমৃত্যু পেতে চাই। আজ এই কিংবদন্তির জন্মদিনে বিশেষ সম্মান জ্ঞাপন করার লক্ষ্যে তৈরি হয়েছে নতুন একটি গান। এতে কণ্ঠ দিলেন রুনা লায়লার ৪ অনুসারী। এরা হলেন- কোনাল, ঝিলিক, মেজবাহ বাপ্পী ও তরিক মৃধা। ১৫ নভেম্বর বিকেলে চ্যানেল আইয়ের নিজস্ব স্টুডিওতে রুনা লায়লার জন্য করা এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

কিউ/এএল
 

আর্কাইভ