প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২, ১০:১৯ পিএম
দুবাই থেকে ভারতে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে দেশটির শুল্ক দফতরের মুখোমখি হতে হয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। শনিবার (১২ নভেম্বর) এ ঘটনা ঘটে। এ সময় তিনি ব্যক্তিগত বিমানে দুবাই থেকে দেশে ফিরছিলেন।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শাহরুখদের কাছে অনেক দামের অসংখ্য ঘড়ি ছিল। শাহরুখ ও তার টিমের ব্যাগ থেকে একাধিক দামি ঘড়ির খালি কৌটোও উদ্ধার করা হয়। যেগুলোর দাম প্রায় ১৮ লাখ টাকা। শাহরুখদের কাছে মোট ৬ লক্ষ ৮৩ হাজার টাকার শুল্ক আদায় করেছেন কর্মকর্তারা।
মুম্বাই বিমানবন্দরে শাহরুখ খানকে আটকান শুল্ক দফতরের কর্মকর্তারা। কিছুক্ষণ পরে শাহরুখ ও তার ম্যানেজারকে ছেড়ে দেয়া হলেও আটকে রাখা হয় শাহরুখ খানের দেহরক্ষী ও টিমের বাকি সদস্যদের।
উল্লেখ্য, দুবাইয়ে ৪১তম শারজা আন্তর্জাতিক বইমেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ খান। সেখান থেকেই ব্যক্তিগত বিমানে পুরো দল নিয়ে ফিরছিলেন তিনি।
এআরআই