• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পরাণ, দামালের ভালোবাসায় আপ্লুত কাকে বললেন মিম

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ১১:৫৩ পিএম

পরাণ, দামালের ভালোবাসায় আপ্লুত কাকে বললেন মিম

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিমের বিরুদ্ধে ‘বিয়েবহির্ভূত সম্পর্কের’ অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী পরীমনি। একইসঙ্গে এ বিষয়ে স্বামী রাজকে সতর্কবাণী দিয়েছেন তিনি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মিমকে ট্যাগ করেছেন পরীমনি, যা নিয়ে সিনেপাড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মুখ খুলেছেন মিম।

বৃহস্পতিবার বেলা পৌনে তিনটায় ফেসবুকে পোস্ট দিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেন এই নায়িকা। তবে পোস্টে পরীমনি ও রাজ কারোরই নাম নেননি তিনি।

মিম তার পোস্টে লেখেন, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরণের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে।

মিমের ভাষায়, ‘পরাণ’ ও ‘দামাল’ যে ভালোবাসা আমাকে দিচ্ছে, দেড় দশক আগে ঠিক একইরকম ভালোবাসায় সবাই আমাকে লাক্স চ্যানেল আই সুপারস্টার বানিয়েছে। সবার ভালোবাসাকে গুরু দায়িত্ব হিসেবে মেনে নিয়ে আমি আমার পেশাদার অভিনয় জীবন গড়ে তোলা চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাব।

আর্কাইভ