• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নোরা ফাতেহিকে শর্ত দিলো সরকার

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২, ০৭:৩৬ পিএম

নোরা ফাতেহিকে শর্ত দিলো সরকার

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশে আসার জন্য অনুমতি পেলেন বলিউড সুপারস্টার ও আইটেম ড্যান্সার নোরা ফাতেহি। সরকারিভাবে অনুমতি নিয়েই তিনি বাংলাদেশে আসছেন । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুমতির একটি চিঠিতে জানানো হয়েছে, উইমেন লিডারশিপ করপোরেশনের উদ্যোগে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ে অংশগ্রহণের জন্য ভারতীয় অভিনেত্রী মিস নোরা ফাতেহিকে শর্তসাপেক্ষে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হলো। 

নোরার বাংলাদেশ সফরে আসার আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা স্বর্ণা। তিনি জানান,‘বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বাংলাদেশে আসা নিয়ে অনেক জলঘোলা পরিবেশের সৃষ্টি হলেও অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেছে।’ তিনি আরও জানান, ‘নোরা ফাতেহির বাংলাদেশে আসতে আর কোনো আইনি জটিলতা নেই। আগামী ১৮ নভেম্বর তিনি বাংলাদেশে আসবেন’ নোরাকে বাংলাদেশে আসার জন্য মোট পাঁচটি শর্ত দিয়েছে বাংলাদেশ সরকার। তার একটিতে বলা হয়েছে— ‘নোরা ফাতেহিকে আগামী ১৮ নভেম্বর একদিন (যাতায়াত সময় ব্যতীত) বাংলাদেশে অবস্থান করে প্রামাণ্যচিত্র শুটিংয়ে অংশগ্রহণ করতে হবে। এর বাইরে এই সময়ে তিনি অন্য কোনো কাজে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না’। 

এর আগে একই প্রতিষ্ঠানের ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল নোরা ফাতেহির। কিন্তু ওই সময় তাকে আসার অনুমতি দেয়নি। 

 

 

কিউ

 

 

 

 

 


 

আর্কাইভ