• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

আগামী ডিসেম্বরে যুক্তরাজ্যে যাচ্ছেন আফ্রি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ১০:১৩ পিএম

আগামী ডিসেম্বরে যুক্তরাজ্যে যাচ্ছেন আফ্রি

বিনোদন প্রতিবেদক

সময়টা বেশ ভালো যাচ্ছে মডেল ও অভিনেত্রী আফ্রি সেলিনার। গেল ঈদুল আজহায় লন্ডনে মুক্তি পাওয়া ‘বিফোর আই ডাই’ সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসিত হন এবং ভালো সাড়া পান। মিনহাজ কিবরিয়া পরিচালিত এ সিনেমাটি তৈরি হয়েছে বাংলা ও ইংরেজি দুই ভাষায়। সামনে তিনটি দেশে ছবিটির প্রদর্শনী হবে বলে জানান এ অভিনেত্রী। আর তার জন্যই আগামী ডিসেম্বরে যুক্তরাজ্যে যাচ্ছেন আফ্রি।

আফ্রি সেলিনা জানান, ডিসেম্বরে যুক্তরাজ্যের কয়েকটি অঙ্গরাজ্যে আবারো মুক্তি পেতে যাচ্ছে ‘বিফোর আই ডাই’। সে সব প্রদর্শনীতে অংশ নিতেই আফ্রির যুক্তরাজ্য এ সফর। সেখানে তিনি নিজেও সিনেমাটি দেখবেন, দর্শকদের সঙ্গে অনুভূতি ভাগাভাগি করে নেবেন।

তিনি বলেন, ‘এসাসিন নিয়ে এখন পর্যন্ত কোথাও তেমন কাজ হয়নি। নেটফ্লিক্সের একটি ছবি ছিল ‘এক্সট্রাকশন’; যেটা বাংলাদেশের এসাসিন নিয়ে ছবিটি নির্মিত হয়েছিল। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো সিনেমা হয়নি। প্রথমবার এমন বিষয় নিয়ে বাংলাদেশে কাজ হয়েছে। যেটাতে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই ছবিটা নিয়ে আমি অনেক বেশি উত্তেজিত। শুধু তাই নয়, আমার ৮ বছরের ক্যারিয়ারে এই প্রথম আমি অ্যাকশন সিনেমা করেছি। এরকম একটি কাজের জন্যই আমি এত দিন অপেক্ষা করেছিলাম। কাজটা করতে পেরে আমি ভীষণ ভীষণ আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘গত কোরবানিতে মুক্তি পাওয়ার পর ভালোই সাড়া পেয়েছিলাম। যদিও এখনো বড় পর্দায় আমি নিজে সিনেমাটি দেখিনি। এবার সেখানে গিয়ে সবার সঙ্গে বসে প্রথমবারের মতো দেখব।’

যোগ করে এ অভিনেত্রী আরও বলেন, ‘একটা সময় বেশ হতাশ ছিলাম। তবে এখন অনেকটা ভালো সময় পার করছি বলা যায়। এই ছবিটা থেকে ভালো সাড়া পাচ্ছি সেইসাথে বেশ কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত হয়েছি। সামনে আরও কিছু কাজের কথা চলছে। সবকিছু মিলিয়ে আমি বলবো, আলহামদুলিল্লাহ।’

আফ্রি জানান, আগামী বছরের শুরুর দিকে ‘বিফোর আই ডাই’ বাংলাদেশে মুক্তির কথা চলছে।

এর আগে ‘মায়া: দ্য রিভেঞ্জ’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন আফ্রি। এছাড়াও টিভি নাটকেও তার দেখা পাওয়া যায়। সম্প্রতি আফ্রি যুক্ত হয়েছেন নাজমুল হুদা ইমন পরিচালিত ধারাবাহিক নাটক ‘কুলেজ’-এর দ্বিতীয় সিজনে।

উল্লেখ্য, আফ্রি সেলিনার জন্ম দিল্লিতে হলেও পাঁচ বছর বয়সে বাংলাদেশে চলে আসেন তিনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অন্যপথ’। নাঈম তালুকদারের পরিচালনায় এই ছবিতে আফ্রি অভিনয় করেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্তের বিপরীতে। তবে ছবিটির কাজ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। অনন্য মামুন নির্দেশিত আনিসুর রহমান মিলনের বিপরীতে ‘রোমান্স’ চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। এ ছাড়াও ইদ্রিস হায়দার নির্দেশিত প্রথম চলচ্চিত্র ‘নীল ফড়িং’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আফ্রি।

আইএ/এএল

আর্কাইভ