প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৪:৫০ পিএম
অসুস্থতা কোনোভাবেই পিছু ছাড়ছে না সংগীতশিল্পী আকবরকে। একটি পা কেটে ফেলার জন্য ১৯ অক্টোবর তাকে বাসায় নেওয়া হয়। কিন্তু ১৮ দিনের মাথায় আবারও আনতে হলো হাসপাতালে। বর্তমানে তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের আইসিইউতে রয়েছেন। তার স্ত্রী কানিজ ফাতেমা এ খবর নিশ্চিত করেছেন।
আকবরের জন্য সবার কাছে দোয়া চেয়ে মেয়ে অথৈ ফেসবুকে লিখেছেন, ‘আব্বুর অবস্থা আবার খুবই খারাপ। আব্বু বর্তমানে বারডেম হাসপাতালের আইসিইউতে আছেন। সবাই আব্বুর জন্য দোয়া করবেন।
জনপ্রিয় টিভি অনুষ্ঠান ইত্যাদীর মাধ্যমে উঠে আসা এই সংঙ্গীতশিল্পীর দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে ডান পা নষ্ট হয়ে যায়। সপ্তাহ দুই আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। এরপর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা। এ জন্য তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল।