• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কলকাতায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ০৮:২৮ পিএম

কলকাতায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক

পশ্চিমবঙ্গের কলকাতায় পাঁচ দিনব্যাপী চলমান ‍‍`বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের‍‍` আজ প্রথম দিন। সিনেমা হলগুলোতে ছিল কলকাতাবাসীর উপচেপড়া ভিড়। উৎসব আরও একদিন বাড়ানোর ঘোষণা দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‍‍`বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ যৌথভাবে কাজ করলে বিশ্বে বাংলা চলচ্চিত্র অনেক বড় জায়গা করে নেবে।‍‍`

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় চলছে চতুর্থবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এবার পুরো উৎসবে প্রদর্শিত হবে ৩৭টি ছবি। এর মধ্যে প্রথমদিনেই জনপ্রিয় সিনেমা হাওয়াসহ প্রদর্শিত হয় ৫টি সিনেমা। বাংলাদেশি চলচ্চিত্রের প্রশংসায় পঞ্চমুখ দর্শনার্থীরা।

হাওয়া সিনেমা দেখে বের হয়ে একজন বলেন, অনেক দিন পর ভালো একটা বাংলা সিনেমা দেখলাম। এতটা ভালো লেগেছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানান, বাংলাদেশি অভিনেতা-অভিনেত্রীসহ আগতরা।

বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‍‍`এখানে এসে অনেক মুগ্ধ। বাংলাদেশে এখনো সিনেমাটি চলছে। ১০০ দিন পার হলেও সারা পৃথিবীতে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে তারা আগ্রহ প্রকাশ করছে সিনেমাটি দেখার জন্য। ভালো লাগছে কেননা প্রথম দিন সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। বাংলাদেশ থেকে আরও সিনেমা আসছে।‍‍`

কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ বলেন, ‍‍`ছবিটা দেখার পর মনে হচ্ছে, আমি হয়তো দেখতে এসেছিলাম একটা কিছু কিন্তু অন্য কিছু দেখে ফেলেছি।‍‍`

 

এসএএস

আর্কাইভ