• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাসায় নগ্ন হয়ে হাঁটেন হলিউড অভিনেত্রী ‍‍`ব্যারিমোর‍‍`

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ০৭:৩৬ পিএম

বাসায় নগ্ন হয়ে হাঁটেন হলিউড অভিনেত্রী ‍‍`ব্যারিমোর‍‍`

বিনোদন ডেস্ক

হলিউডের এক সময়ের বহুল আলোচিত তারকা অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর। অনেক দিন থেকেই অভিনয়ে নিয়মিত নন তিনি। তবে  অভিনয়ে অনিয়মিত হলেও ‘দ্য ড্রিউ ব্যারিমোর শো’ দিয়ে নতুন করে আলোচনায় আসেন অভিনেত্রী। গত বছর নিজের নামে প্রকাশ করেন সাময়িকী। এবার নিজের টক শোতে অভিনেত্রী জানিয়েছেন, কখন তাঁর নিজেকে সবচেয়ে বেশি স্বাধীন মনে হয়।

ব্যারিমোর বলেন, ‍‍`বাসায় যখন একা থাকি, বাচ্চারা তাঁদের বাবার সঙ্গে দেখা করতে বাইরে যায়, তখন দরজা বন্ধ করে নগ্ন হয়ে হাঁটি। আমার কাছে এটিই সবচেয়ে বেশি স্বাধীনতার অনুভূতি এনে দেয়।‍‍`

ড্রিউ ব্যারিমোরের শোতে অতিথি ছিলেন সাবেক মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রোডম্যান। তিনি অভিনেত্রীকে সমর্থন করে বলেন, তাঁর কাছেও নগ্ন থাকলে নিজেকে স্বাধীন মনে হয়।

উল্লেখ্য, ড্রিউ ব্যারিমোর ২০১৬ সালে বিবাহিত জীবনের ইতি টানেন। তার স্বামী ছিলেন উইল কোপেলম্যান। বিচ্ছেদের পর থেকেই ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই জীবনযাপন করছেন। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপট ৪৭ বছর বয়সী এ অভিনেত্রী। এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আপাতত প্রেম নিয়ে আগ্রহ নেই তাঁর। ওই সাক্ষাৎকারে এ–ও বলেন, শারীরিক সম্পর্ক ছাড়াই বছরের পর বছর থাকতে পারেন। ড্রিউ জানান, তরুণ বয়সে অন্তরঙ্গতা নিয়ে তাঁর যেমনটা ছিল, এখনকার অনুভূতি আলাদা।

 

এসএএস

আর্কাইভ