• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সুবাহ‍‍’র পর্নোগ্রাফি আইনের মামলা থেকে অব্যাহতি ইলিয়াসের

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ০৯:২৯ এএম

সুবাহ‍‍’র পর্নোগ্রাফি আইনের মামলা থেকে অব্যাহতি ইলিয়াসের

বিনোদন ডেস্ক

সাবেক স্ত্রী সুবাহ‍‍’র দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন গায়ক ইলিয়াস হোসাইন। মামলাটি থেকে কারিন নাজ নামের অপর আসামিকেও অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুর পর্নোগ্রাফি আইনের মামলায় ইলিয়াস ও কারিনকে অব্যাহতি দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা, উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৬ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আসাদুল ইসলাম আসামি ইলিয়াস ও কারিন নাজকে অব্যাহতির আবেদন দিয়ে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। এ দিন ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলার বাদীর উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। তবে মামলার বাদী সুবাহ আদালতে উপস্থিত হননি।

অব্যাহতির আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, সিআইডি ফরেনসিক থেকে পাওয়া রিপোর্ট ও সিডি পর্যালোচনা করে দেখা যায় মামলার এজাহারে উল্লেখিত ও সংযুক্ত স্ক্রিনশট সংক্রান্ত লিংকগুলোর ভিডিও ক্লিপে সংরক্ষতি বক্তব্যগুলো কুরুচিপূর্ণ ও মানহানিকর বলে মনে হয়নি।

এর আগে গত ১১ জানুয়ারি রাতে বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে গায়ক ইলিয়াস হোসাইনসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ।

 

এসএএস/এএল

আর্কাইভ