• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পরিচালকের রাতের সঙ্গী না হওয়ায় অনেক কাজ হারিয়েছেন, দাবি নার্গিস ফাখরির

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২, ০৬:৪১ এএম

পরিচালকের রাতের সঙ্গী না হওয়ায় অনেক কাজ হারিয়েছেন, দাবি নার্গিস ফাখরির

নার্গিস ফাখরি

বিনোদন ডেস্ক

২০১১ সালে ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী নার্গিস ফাখরির। তার বিপরীতে জুটিবদ্ধ হয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।

তবে অভিষেকের সিনেমায় ইন্ডাস্ট্রিতে সাড়া ফেলতে না পারলেও কয়েকটি সিনেমা করার পরে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন এই অভিনেত্রী।

 সম্প্রতি ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী কাস্টিং কাউচ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। যদিও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জন্য তিনি বেশ পরিচিত। তবে এই নায়িকা এসব বিষয়ে কথা বলতে কখনোই ভয় পান না।

সম্প্রতি এই অভিনেত্রী বলিউডের বেশ কিছু গোপন বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, “আমি সব সময় জানতাম, আমি কিসের জন্য ক্ষুধার্ত ছিলাম’। নিজের খ্যাতি অর্জনের জন্য ক্ষুধার্ত ছিলাম না। এ জন্য আমাকে কোনো প্রস্তাবে কিছুতেই রাজি করা যায় না। কখনোই নগ্ন হওয়া যাবে না। কিংবা পরিচালকের সাথে রাতের সঙ্গী হওয়া যাবে না।”

নার্গিস ফাখরি বলেন, “কিছু কাজ না করায় আমি অনেক কাজ হারিয়েছি। যা খুবই হৃদয়বিদারক ছিল। কিন্তু আমার একটা মান রয়েছে। সীমাবদ্ধতা রয়েছে। খারাপ লাগতো সেই সময়, যখন কাজগুলো একাধিকবার না করার জন্য বের করে দেয়া হলো আমাকে। তবে এটা জানতাম, ভালো মানুষের জয় সব সময়।”

তবে এই বলিউড নায়িকা নার্গিস ফাখরি প্লেবয় ম্যাগাজিন থেকে মডেলিংয়ে সুযোগ পাওয়ার বিষয়েও কথা বলেন।  তিনি জানান, যথেষ্ট প্রস্তাব দেয়া সত্ত্বেও তা ফিরিয়ে দিয়েছেন। অভিনেত্রীর দাবি, এজেন্টরা নারীদের সন্ধান করেছিল। তারা তাকে একটি নগ্ন ফটোশুটের জন্য বেছে নিয়েছিল। সেটি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি এই বলিউড তারকা।

অভিনেত্রী আরও বলেন, “আমি যখন মডেলিং করতাম, সেই সময় ম্যাগাজিনটির কলেজ সংস্করণ ছিল। এজেন্টরা বলেছে, তারা নারীদের জন্য কাজ ও প্রশ্ন করছে। এ কারণে আমাকে বেছে নিয়েছে, যদি আমি এমন কিছু করতে চাই। আমি বলছি না যে, আমি প্লেবয়ের মতো ছিলাম এবং প্রচুর টাকা আমার।”

 

এসএই/এএল

আর্কাইভ