• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

ঢাকা মাতাতে আসছেন নোরা ফাতেহি!

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ১১:৫১ এএম

ঢাকা মাতাতে আসছেন নোরা ফাতেহি!

বিনোদন ডেস্ক

ঢাকায় মাতাতে আসছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ‘গ্লোবাল এসিভার এওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি। ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নাচবেন নোরা। অনুষ্ঠানে পুরস্কার বিতরণও করবেন তিনি। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে নোরা ফাতেহি এক ভিডিও বার্তায় এ কথা জানান। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘১৮ নভেম্বর তিনি ঢাকা আসছেন।’

জানা গেছে, অনুষ্ঠানে বলিউড এই সুন্দরী ‍‍`সাকি সাকি‍‍`, ‍‍`দিলবার‍‍` গানের সঙ্গে ঝড় তুলবেন।

মরোক্কান-কানাডিয়ান সুন্দরী নোরা ফাতেহি বলিউডে ‍‍`আইটেম গার্ল‍‍` হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। একের পর এক আইটেম গানে নিজের নাচের গুণে লাখো ভক্তের মনে জায়গা করে নিয়েছেন এ সুন্দরী।

সম্প্রতি তার বাংলাদেশ সফরে অনুমতি না মেলায় অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে ঢাকা আসছেন নোরা ফাতেহি।

আলোচিত এই বলিউড তারকা নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিতব্য কাতার বিশ্বকাপে পারফর্ম করবেন। এমনকি, ফিফা বিশ্বকাপের অফিসিয়াল মিউজিক ভিডিওতেও তাকে দেখা যাবে।

এমনকি, আসন্ন কাতার বিশ্বকাপের মূলপর্বে নোরা ফাতেহিকে হিন্দি গানের তালে তালেও নাচতে দেখা যাবে।

এর আগে, জেনিফার লোপেজ ও শাকিরার মতো তারকারা বিশ্বকাপ ফুটবলে পারফর্ম করছেন। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন নোরা ফাতেহিও। এর মাধ্যমে ভারত এবং বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে প্রথমবারের মতো কেউ বিশ্বকাপ ফুটবলে পারফর্ম করতে যাচ্ছেন।

 

এসএএস/এএল

আর্কাইভ